Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সাদা শার্ট ও ঘিয়ে রঙের স্কার্ট পড়ে টেলি অভিনেত্রীকে চিনুন, ভাইরাল পোস্ট

শৈশবে ফিরে যেতে কে না চায়। ছোট থাকলে বড় হতে চায় সকলে তবে যেই শৈশব ভুলে বড় হতেই তখনই মনে হয় ছোটবেলাটাই বেশ ভালো ছিল। আসলে মানুষের জীবনের সবচেয়ে মনে…

Avatar

By

শৈশবে ফিরে যেতে কে না চায়। ছোট থাকলে বড় হতে চায় সকলে তবে যেই শৈশব ভুলে বড় হতেই তখনই মনে হয় ছোটবেলাটাই বেশ ভালো ছিল। আসলে মানুষের জীবনের সবচেয়ে মনে রাখার মতো সময় হল শৈশবের। এই সময়ে জীবনের নানান মুহূর্ত স্মৃতি হয়ে থাকে। তাইতো বার বার ফিরে যেতে মন চায় সেই শৈশবের সময়টাতে। তাই তো ছোটবেলার তেমনই কিছু ছবি শেয়ার করেছেন টলিপাড়ার এই জনপ্রিয় অভিনেত্রী।

এই অভিনেত্রী বাংলা টেলিভিশন জগতের অতিপরিচিত মুখ তিনি। বাংলা ছবি আর টেলিফিল্মেও কাজ করেছেন। সম্প্রতি নিজেই অভিনয় শেখাচ্ছেন। হ্যাঁ ঠিক ধরেছেন ইনি আর কেউ নন, সকলের প্রিয় কনীনিকা বন্দোপাধ্যায়।৷ সোমবার থেকে স্টার জলসাতে আসতে চলেছে তাঁর নতুন ধারাবাহিক ‘আয় তবে সহচরী’। অভিনেত্রী এখন নিজে এক ফুটফুটে কন্যা সন্তানের মাও আছেন। প্রায়শই মেয়ের ছবিও তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে এবার নিজের মেয়ের ছবি বা কাজের ছবি না। বরং নিজের শৈশবকালের একগুচ্ছ ছবি শেয়ার করলেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। সত্যি কথা বলতে গেলে নিজের স্মৃতির পাতা থেকে উঠে আসা ছবিগুলি সত্যিই যে কারওর জিয়া নস্ট্যালজিয়া করে দেবে। কি সেই ছবি দেখুন একনজরে। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রী নিজের পরিবারের মা-ঠাকুমাদের সঙ্গে পোজ় দিয়েছেন ছোট্ট কোনি। অন্য একটি ছবিতে স্কুলের পোশাকে দুই বোন কনীনিকা আর ঋত্বিকা।

আর তৃতীয় ছবিতে একটি লাল পোশাকে আর চতুর্থ ছবিতে শাড়ি পড়ে একটি মাঠে কনীনিকা একাই পোজ় দিয়েছেন, সম্ভবত স্কুলের কোনও অনুষ্ঠানের। এই ছবি প্রথমে দেখলে আপনি সহজে চিনতেই পারবেন না। ছবিগুলি পোস্ট করে কনীনিকা তাঁর দর্শক আর অনুগামীদেএ উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়েছে, “বলো তো কে?” উত্তরে অভিনেত্রী মধুমিতা সরকার লিখেছেন, “কোনি দি জুনিয়র”। ছবি পোস্ট হতেই অসংখ্য অনুগামী ভালোবাসা আর কমেন্টে আসতে শুরু করেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

সম্প্রতি ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকে মাঝবয়সি এক গৃহবধূ সহচরী সেনগুপ্তর চরিত্রে অভিনয় করবেন কনীনিকা। কনীনিকা ওরফে সহচরীর স্বপ্ন লেখাপড়াত্ব গোল্ড মেডেলিস্ট হবেন। সংসার সামলে অনেক বয়সে এসে ভর্তি হন কলেজে। নিজের স্বপ্নপূরণের যে কোনও বয়স হয় না, সেটাই দেখানো হবে ধারাবাহিকে। আরও একটি বিষয় এই মেগাধারাবাহিকে দেখানো হবে শাশুড়ি-বউমার এক দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মেয়ের জন্মের পর বেশ কিছুমাস অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন কনীনিকা। তারপর আবার এই মেগা ধারাবাহিক দিয়ে ফিরলেন।

অভিনেত্রী কনীনিকা বন্দোপাধ্যায়ের এই নতুন সফরে ভারতবার্তার টিম থেকে অনেক অনেক শুভেচ্ছা।

About Author