খেলাক্রিকেটভাইরাল & ভিডিও

Prithvi Shaw: নাভিতে ট্যাটু, ইনস্টায় লক্ষাধিক ফলোয়ার্স! পৃথ্বী কান্ডে গ্রেপ্তার হওয়া রমনী আসলে কে?

পৃথ্বী কাণ্ডে গ্রেফতার হওয়া স্বপ্নার আসল পরিচয় প্রকাশ্যে আসতেই রীতিমতো হতবাক নেট প্রেমীরা।

×
Advertisement

ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ বিগত বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছেন। গত বুধবার রাত্রে মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলের সামনে নিজের ফ্যানের অভব্যতার শিকার হয়েছেন পৃথ্বী শ। এরপর বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রীতিমত ভাইরাল হয়েছে নেট প্রেমীদের দ্বারা।

Advertisements
Advertisement

বর্তমানে ভারতীয় ক্রিকেটার জাতীয় দলের বাইরে রয়েছেন। ফলশ্রুতিতে বন্ধুদের সাথে অবসর সময় কাটাতে গত বুধবার মুম্বাইয়ের এক পাঁচ তারকা হোটেলে ডিনার করতে যান পৃথ্বী শ। তবে সেখানে এক দল ফ্যানের আবদারের মুখে পড়েন তিনি।সেখানে ৭-৮ জনের একটি দল তার সাথে ছবি তোলার আবদার জানায়। এমনকি তাদের সাথে কয়েকটা ছবি তোলেন তিনি। তবে সময় গড়াতে না গড়াতে আরও ছবি তোলার জন্য বায়না করতে থাকে ওই দলটি।

Advertisements

সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত স্বপ্না গিল নামে এক মহিলার নেতৃত্বে ওই দলটি পৃথ্বী শ-কে ছবি তোলার জন্য জোর জবরদস্তি করতে শুরু করে। বিষয়টি হোটেল ম্যানেজারকে জানানো হলে অবিলম্বে তাদের হোটেল পরিত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। সূত্রের খবর, হোটেল পরিত্যাগ করে বাইরেই পৃথ্বী শ-এর জন্য নাকি অপেক্ষা করছিলেন তারা। ডিনার শেষ করে বাইরে বেরুতেই তাকে এবং তার গাড়ি উদ্দেশ্য করে হামলা চালায় ওই দলটি। এই ঘটনায় ৮ জনের নামে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন পৃথ্বী শ।

Advertisements
Advertisement

এদিকে পৃথ্বী কাণ্ডে গ্রেফতার হওয়া স্বপ্নার আসল পরিচয় প্রকাশ্যে আসতেই রীতিমতো হতবাক নেট প্রেমীরা। জানলে অবাক হবেন, স্বপ্ন একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে ২১৮ কে ফলোয়ার্স রয়েছে তাঁর। আপনাদের জানিয়ে রাখি, বাহারি পোশাকে ফটোশুট করা ও রিলস বানানোই এই সুন্দরীর কাজ। তবে পৃথ্বী শ-এর উপর আক্রমণ করার জন্যএই মুহূর্তে স্বপ্না ওশিওয়াড়া পুলিস স্টেশনে আটক রয়েছেন।

Related Articles

Back to top button