Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আইপিএল ক্রিকেটে বিগত দশ বছরে সবচেয়ে দামী ক্রিকেটার কারা কারা ছিলেন

আইপিএল ক্রিকেটের ইতিহাসে যুবরাজ সিং হলেন সর্বোচ্চ দরপ্রাপ্ত ক্রিকেটার। এই দশক (২০১০-২০১৯) শেষ হতে চললো। দেখে নেওয়া যাক কোন কোন ক্রিকেটার আইপিএল এ এই দশকে সেরা দর পেয়েছিলেন। ২০১০ কলকাতা…

Avatar

আইপিএল ক্রিকেটের ইতিহাসে যুবরাজ সিং হলেন সর্বোচ্চ দরপ্রাপ্ত ক্রিকেটার। এই দশক (২০১০-২০১৯) শেষ হতে চললো। দেখে নেওয়া যাক কোন কোন ক্রিকেটার আইপিএল এ এই দশকে সেরা দর পেয়েছিলেন।

২০১০ কলকাতা নাইট রাইডার্সের শেন বন্ড এবং মুম্বই ইন্ডিয়ান্সের কাইরন পোলার্ড ২০১০ মরসুমের সবচেয়ে ব্যয়বহুল ক্রয় ছিলেন। এই দুজনের দাম উঠেছিল ৪.৮ কোটি টাকা । শেন বন্ড ৮ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন এবং কাইরন পোলার্ড ১৪ ম্যাচে ১৫ উইকেটের পাশাপাশি ২৭৩ রান করেছিলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : তিন ভারতীয় খেলোয়াড় যারা ২০২০ তে অবসর নিতে পারেন

২০১১ সালের আইপিএলে গৌতম গম্ভীর ছিলেন সর্বোচ্চ ক্রয়। দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) এ খেলা গম্ভীরকে কলকাতা নাইট রাইডার্স ১৪.৯ কোটি টাকায় কিনে নেয়। ২০১১ সাল থেকে কেকেআর কে নেতৃত্ব দিয়েছেন গম্ভীর এবং ২০১২ ও ২০১৪ সালে কেকেআর কে চ্যাম্পিয়ন করেন তিনি।

২০১২ সালে রবীন্দ্র জাদেজা সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড় ছিলেন। কোচি টাস্কার্স কেরালাকে বিলুপ্ত ঘোষণা করার পর, চেন্নাই সুপার কিংস দল এই অলরাউন্ডারকে ১২.৮ টাকায় দলে নিয়ে নেয়।

২০১৩ সালে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সেই মরসুমের সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড় ছিলেন। অসি বিগ-হিটারকে মুম্বই ইন্ডিয়ান্স ৬.৩ কোটি টাকায় তুলে নিয়েছিল। কিন্তু তাদের প্রথম আইপিএল খেতাব জয়ের পরে মুম্বাই তাকে ছেড়ে দেয়।

২০১৪ এবং ২০১৫ এই দুই আইপিএল মরশুমে ভারতীয় প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন। ২০১৪ তে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৪ কোটি টাকায় কিনে তাকে। এই মরশুমের পর তাকে আবার ছেড়েও দেয় ব্যাঙ্গালোর। ২০১৫ সালে ১৬ কোটি টাকায় তাকে কিনে নেই দিল্লি ডেয়ারডেভিলস।যদিও দুটি মরসুমেই দাম অনুপাতে প্রদর্শন করতে পারেননি তিনি।

আরও পড়ুন : সৌরভের ‘সুপার সিরিজ’ কে সমর্থন জানালেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের সিইও

২০১৬ সালের আইপিএলে শেন ওয়াটসন ছিলেন সবচেয়ে দামি প্লেয়ার। রাজস্থান রয়্যালস দু’বছর ব্যান হয়ে যাওয়ার জন্য নিলামে ওঠেন শেন ওয়াটসন। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৯.৫ কোটি টাকায় এই অলরাউন্ডার কে দলে নিতে দু’বার ভাবেনি।

২০১৭ ও ২০১৮ এই দুটি মরশুমি ইংল্যান্ডের বেন স্টোকস ছিলেন সবচেয়ে মহার্ঘতম ক্রিকেটার। চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস ব্যান হয়ে যাওয়ায় রাইজিং পুনে সুপারজায়ান্ট নামে একটি নতুন দল গঠিত হয়। তারা বেন স্টোকস কে ১৪.৫ কোটি টাকায় কিনে নেয়। ২০১৭ সালের দারুন পারফরম্যান্সের জন্য ২০১৮ সালে রাজস্থান রয়্যালস ফিরে এসে বেন স্টোকস কে ১২.৫ কোটি টাকায় দলে নিয়েছিলো।

২০১৯ এ রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী ও পেসার জয়দেব উনাদকাট দুজনেই ছিলেন সেরা দরপ্রাপ্ত ক্রিকেটার। কিংস ইলেভেন পাঞ্জাব ৮.৪ কোটি টাকায় বরুণ চক্রবর্তী কে নেয়। অপরদিকে রাজস্থান রয়েলস ওই একই মূল্যে জয়দেব উনাদকাট কে দলে নিয়েছিলো।

About Author