করোনাভাইরাস ছড়ানোর তীব্রতার কথা জানিয়ে হুঁশিয়ার করল বিশ্ব স্বাস্থ্য সংগঠন (হু)-এর ডিরেক্টর জেনারেল টেড্রোস অ্যাধানোম ঘেব্রেয়েসাস করোনাভাইরাস যেভাবে ছড়াচ্ছে তার তীব্রতার কথা জানিয়ে হুঁশিয়ার করল, তিনি বলেছেন সংক্রমণ যেভাবে দ্রুতগতিতে গ্রাস করছে সব দেশকে তাতে পরিস্থতি মোকাবিলায় আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে দেশগুলোকে।
সাংবাদিকদের তিনি করোনা পরিসংখ্যান দিয়ে বলেন প্রথম এক লক্ষে আক্রান্ত হতে সময় নিয়েছিল ৬৭ দিন, তারপর নতুন করে আরও এক লক্ষ আক্রান্ত হয় মাত্র ১১ দিনে। দুই লক্ষ আক্রান্ত হওয়ার পর তা মাত্র ৪ দিনেই তিন লক্ষে পৌঁছে যায়। এর ফলেই বোঝা যাচ্ছে দিন যত এগোচ্ছে আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতিনি সতর্ক করে বলেন উপযুক্ত প্রমাণ ছাড়া অপরীক্ষিত কোনো ওষুধ ব্যবহার করতে বারন করেন। পাশাপাশি অতিমারির চক্র বদলাতে তিনি জি-২০ আন্তর্জাতিক নেতাদের বলবেন স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য প্রোটেকটিভ গিয়ারের উত্পাদন বাড়াতে। করোনা নিয়ন্ত্রণে দেশগুলোকে বাড়াতে হবে আগ্রাসী পদক্ষেপ।