করোনা আক্রান্তের সংখ্যা যে হারে বাড়ছে, এই সময় সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ও মাস্ক পড়া আবশ্যক। সরকার বার বার করে মানুষকে সচেতন করছে। মাস্ক না পরে বাড়ির বাইরে বেরোতে বারণ করছে। এবার এই মাস্ক নিয়ে নতুন গাইডলাইন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO-র ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, যে এলাকাগুলিতে করোনা সংক্রমণ বেশি মাত্রায় হয়েছে, সেখানে প্রত্যেক স্বাস্থ্যকর্মী সহ প্রতিটি মানুষকে মাস্ক পড়তে হবে।
এর পাশাপাশি তিনি এটাও বলেন যে যেখানে করোনার গোষ্ঠী সংক্রমণ হয়েছে, সেখানে ৬০ বা তার বেশি বয়সের প্রত্যেক ব্যক্তিকে বেশি করে সতর্কতা অবলম্বন করতে হবে। যেই এলাকাগুলি বা যেখানে সামাজিক দূরত্বতা বজায় রাখা সম্ভব নয়। সেখানে মেডিক্যাল মাস্ক পড়তে হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকি রকম মাস্ক পড়তে হবে, এই বিষয়ে WHO-র প্রধান জানিয়েছেন, ফেব্রিক মাস্ক নিয়ে গবেষণা করছে। এই গবেষণা অনুসারে, ফেব্রিক মাস্কে যেন বিভিন্ন মেটেরিয়ালের ৩ টি স্তর থাকে। সেরকম মাস্ক পড়তে হবে। এর সাথে তিনি প্রতিটি দেশের সরকারকে সাধারণ মানুষকে মাস্ক পড়ার জন্য বার্তা দিতে বলেছেন। যে সমস্ত এলাকা অর্থাৎ রাস্তাঘাট, দোকান, বাজার, অফিস এই ক্ষেত্রে প্রত্যেককে মাস্ক পড়তে হবে।
Today @WHO has updated its guidance on who should wear a mask, when it should be worn and what it should be made of based on evolving evidence: https://t.co/b3NvzCyerL #COVID19 pic.twitter.com/TvytnSRcw8
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) June 5, 2020