Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ব্ল্যাক ফাঙ্গাসের পর এবার নতুন আতঙ্ক হোয়াইট ফাঙ্গাস, জানুন নতুন রোগের উপসর্গ

দেশের করোনা ভাইরাসের আক্রমনের পাশাপাশি এবারের নতুন একটি অশনিসংকেত এসে হাজির হয়েছে দেশের জন্য। এটির নাম ব্ল্যাক ফাঙ্গাস বা বিজ্ঞানের ভাষায় বলতে গেলে এটির নাম মিউকর মাইকোসিস। তবে শুধুমাত্র ব্ল্যাক…

Avatar

By

দেশের করোনা ভাইরাসের আক্রমনের পাশাপাশি এবারের নতুন একটি অশনিসংকেত এসে হাজির হয়েছে দেশের জন্য। এটির নাম ব্ল্যাক ফাঙ্গাস বা বিজ্ঞানের ভাষায় বলতে গেলে এটির নাম মিউকর মাইকোসিস। তবে শুধুমাত্র ব্ল্যাক ফাঙ্গাস নয় এবারে করোনাভাইরাস আক্রান্ত রোগী এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে আসলো নতুন একটি ছত্রাক। এটি আবার রঙের সাদা, তাই এটিকে হোয়াইট ফাঙ্গাস হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

ইতিমধ্যেই রাজস্থান এবং তেলেঙ্গানা ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে চিহ্নিত করেছে। যারা করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন, যাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের দেহে এই ব্ল্যাক ফাঙ্গাস আক্রমণ করছে। আর এবারে, শুধুমাত্র ব্ল্যাক নয়, মানুষের সমস্যা আরও বাড়াতে আজি রয়েছে হোয়াইট ফাঙ্গাস। এই হোয়াইট ফাঙ্গাসের নাম দেওয়া হয়েছে ক্যানডিডা আলবিক্যান্স।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

চিকিৎসকরা জানাচ্ছেন যারা ডায়াবেটিক পেশেন্ট, যারা ইতিমধ্যেই করোনা আক্রমণে ছিলেন, এবং যারা স্টেরয়েড গ্রহণ করছেন তারা আক্রান্ত হতে পারেন এই নতুন ফাঙ্গাসের দ্বারা। সাইনাস, শ্বাসনালী, ফুসফুস, কিডনি, মূত্রনালী এবং যৌনাঙ্গে এই ছত্রাক আক্রমণ করতে পারে। ব্ল্যাক ফাঙ্গাসের সঙ্গে হোয়াইট ফাঙ্গাসের উপসর্গে অনেকটা মিল রয়েছে। এই হোয়াইট ফাঙ্গাসের উপসর্গ গুলি হল মাথা যন্ত্রণা, শ্বাসকষ্ট, যৌনাঙ্গে জ্বালা, পা ফুলে যাওয়ার মত অনেক উপসর্গ আছে।

অনেকের ক্ষেত্রে আবার করোনাভাইরাস এর মত উপসর্গ আসছে। কিন্তু rt-pcr টেস্ট করা হলে রিপোর্ট আসছে নেগেটিভ। যদি সিটি স্ক্যান এবং এক্স রে করা হয় তাহলেই এই রোগ ধরা পড়বে নতুবা না। ৬ বছরের নিচের শিশু, এবং অন্তঃ সত্বারাও এই রোগে আক্রান্ত হতেই পারেন। চিকিৎসকরা জানাচ্ছেন, এখনো এই সাদা ফাঙ্গাসে কেউ আক্রান্ত হননি বাংলায়। তবে ইতিমধ্যেই বিহারে এই হোয়াইট ফাঙ্গাস প্রবেশ করে গেছে। এই ফাঙ্গাস অত্যন্ত ভয়াবহ, তাই চিন্তায় রয়েছে সকলে

About Author