ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

২১ দিনের লকডাউন, কোন সময় খোলা থাকবে ব্যাংক? দেখে নিন

Advertisement
Advertisement

গতকাল রাত থেকে দেশ জুড়ে জারি হয়েছে ২১ দিনের লকডাউন। লকডাউনের সময় ব্যাংক খোলা থাকবে বলে জানানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। তবে ব্যাংকে শুধুমাত্র টাকা তোলা এবং জমা দেওয়ার মতো কিছু কাজই হবে বলে জানিয়েছিল ব্যাংক বিভিন্ন কর্তৃপক্ষ। এবার সেখানেও আংশিক লকডাউন জারি হলো। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সব ব্যাংক অন্যান্য দিনের মতো খোলা থাকবেনা। ব্যাংক গুলো একটি নির্দিষ্ট সময়ের অনুপাতে খোলা হবে।

Advertisement
Advertisement

জানানো হয়েছে, একটি এলাকায় একটি ব্যাংকের একটি শাখাই খোলা থাকবে। পাঁচ কিলোমিটারের মধ্যে সেই ব্যাংকের অন্যান্য শাখা গুলি খোলা থাকবেনা। প্রথমদিন যে শাখা খোলা থাকবে সেটি কয়েকদিন খোলা থাকার পর ওই নির্দিষ্ট ব্যাংকের অন্য একটি শাখা খোলা হবে। এরকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন শাখা গুলো খোলা হবে কোনো একটি ব্যাংকের।

Advertisement

শহরাঞ্চলে সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত খোলা থাকবে ব্যাংকের শাখা। এই সময়ের মধ্যে কেবলমাত্র টাকা তোলা এবং জমা দেওয়ার কাজই করা যাবে। অন্য সমস্ত কাজ এখন করা যাবেনা। ব্যাংক গুলিতে সর্বনিম্ন কর্মী ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রামাঞ্চলে একদিন অন্তর ব্যাংক খোলা হবে বলে জানানো হয়েছে। গতকাল কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, আগামী তিনমাস ডেবিট কার্ড ব্যবহারে কোনো চার্জ দিতে হবেনা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button