বর্তমানে যেহেতু সবকিছুই প্রায় ডিজিটালাইজড হয়ে গিয়েছে তাই প্রতি পদে পদে প্রয়োজন হয় ইন্টারনেটের। দরকারি কাজ থেকে অবসর সময় যাপন সবেতেই ইন্টারনেট দরকার হয় সকলেরই। তাই রিচার্জ প্ল্যান (Recharge Plan) কেনার সময়ে খোঁজ পড়ে কোন টেলিকম সংস্থা সেরা পরিষেবা দিচ্ছে। বর্তমানে দেশের টপ ৩ টেলিকম সংস্থা রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া প্রত্যেকেই দিচ্ছে ২৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যান। একবার রিচার্জ করালে বছরভর রিচার্জের চিন্তা থেকে মুক্ত থাকা যায়। তবে সংস্থা নির্বিশেষে একই টাকার প্ল্যানে পরিষেবা কী কী থাকছে সেটাই দেখে নেওয়া যাক।
রিলায়েন্স জিওর ২,৯৯৯ টাকার প্রিপেড প্ল্যানটির বৈধতা ৩৬৫ দিন। এতে পেয়ে যাবেন দৈনিক ২.৫ জিবি ডেটা। হাই স্পিড ডেটা শেষ হয়ে যাওয়ার পরেও ইন্টারনেটের গতি থাকে ৬৪ kbps পর্যন্ত। এই প্ল্যানে থাকছে আনলিমিটেড ভয়েস কলিং, দৈনন্দিন ১০০ টি এসএমএস ছাড়াও জিও অ্যাপে বিনামূল্যে পরিষেবা। জিও ক্লাউড, জিও সিনেমা এবং জিও টিভি অ্যাপ গুলিতে বিনামূল্যে পরিষেবা পাওয়া যাবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএয়ারটেলের ২৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটিও ৩৬৫ দিনের। এই প্ল্যানে দৈনিক ২ জিবি ডেটা হিসেবে এক বছরে মোট ৭৩০ জিবি ডেটা পাওয়া যায়। সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএস এর সুবিধাও পাওয়া যায়। এই প্ল্যানে আনলিমিটেড ৫জি ডেটা পাওয়া যায়।
ভোডাফোন আইডিয়ার ২৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে এক বছরে মোট ৮৫০ জিবি ডেটা দেওয়া হয়। Vi অ্যাপ থেকে রিচার্জ প্ল্যান নিলে অতিরিক্ত ৫ জিবি ডেটা দেওয়া হয় বিনামূল্যে। পাশাপাশি রাত ১২ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত পাওয়া যাবে বিনামূল্যে আনলিমিটেড ডেটা। এছাড়াও সোমবার থেকে শুক্রবার পর্যন্ত যে ডেটা বেঁচে যাবে তা পাওয়া যাবে শনিবার এবং রবিবার। ডেটা ডিলাইটের সুবিধাও পাওয়া যায় এই প্ল্যানে। পাশাপাশি আনলিমিটেড কলিং এর সুবিধাও রয়েছে এই রিচার্জ প্ল্যানে।