ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

দেখে নিন ভারতে পাঁচটি সাশ্রয় মূল্যের বৈদ্যুতিক গাড়ির তালিকা, যা একবার চার্জ দিলে ৪৬৫ কিলোমিটার পর্যন্ত দিয়ে থাকে রেঞ্জ

সেরা পাঁচটি গাড়ির তালিকা রইল আপনাদের সামনে

Advertisement
Advertisement

সাম্প্রতিক বছরগুলোতে ভারতের অটো সেক্টরে বড় পরিবর্তন দেখা গিয়েছে। এই মুহূর্তে ভারতের বাজারে বৈদ্যুতিক গাড়ির একটা ব্যাপক জনপ্রিয়তা দেখা গিয়েছে। দূষণ বিহীন এই চার চাকার গাড়িগুলি এখন মানুষের প্রথম পছন্দ হয়ে উঠেছে এবং এই কারণে অনেক গাড়ি নির্মাতা কোম্পানি তাদের বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করতে শুরু করেছেন। কিন্তু আপনার যদি ইলেকট্রিক গাড়ি কেনার ইচ্ছে থাকে এবং আপনার বাজেট কম থাকে, তাহলে আমরা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ভারতের এমন পাঁচটি ইলেকট্রিক গাড়ি, যেগুলি শুধুমাত্র ভালই নয় বাজেটের দিক থেকেও খুব সাশ্রয়ী।

Advertisement
Advertisement

১. MG COMET

Advertisement

ভারতের বাজারে গত বছর কম্প্যাক্ট তিন দরজা বিশিষ্ট কমেট ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছিল এমজি মোটর। এই গাড়িটি একটি মাইক্রো ইলেকট্রিক গাড়ি। এই গাড়িতে যে মোটর ব্যবহার করা হয়েছে সেটি ৪২ BHP শক্তি উৎপন্ন করতে পারে এবং ১১০ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে। ২৩০ কিলোমিটারের রেঞ্জ দেবে এই গাড়িটি একবার চার্জ দিলে। এই গাড়ির দাম মাত্র ৭.৯৮ লক্ষ টাকা।

Advertisement
Advertisement

২. টাটা টিয়াগো

টাটা কোম্পানির এই নতুন গাড়িটি দুটি ব্যাটারী প্যাক বিকল্পে আপনারা পেয়ে যাচ্ছেন এই দুটি ব্যাটারি প্যাক হলে যথাক্রমে ১৯.২ কিলোওয়াট ঘন্টা এবং ২৪ কিলোওয়াট ঘন্টা। এন্ট্রি লেভেল টিয়াগো গাড়িটির মোটর ৬০.৩ বিএইচপি পাওয়ার আউটপুট জেনারেট করতে পারে। অন্যদিকে টপ মডেল ৭৪ BHP পাওয়ার আউটপুট জেনারেট করতে পারে। এই গাড়িতে আপনারা ২৫০ কিলোমিটার থেকে ৩৫০ কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ পেয়ে যাবেন। এই গাড়িটির দাম ৮.৩৯ লক্ষ টাকা থেকে ১২.৪ লক্ষ টাকা পর্যন্ত

৩. CITROEN EC3

ভারতের বাজারে গত বছরে এই গাড়িটি লঞ্চ হয়েছিল। সাথে সাথেই এই গাড়িটি ভারতের বাজারে বেশ জনপ্রিয়তা পায়। ফরাসি গাড়ি নির্মাতা কোম্পানি CITROEN এর এই নতুন গাড়িটি ৭৪ বি এইচ পি পাওয়ার জেনারেট করতে পারে এবং ১৪৩ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে। এই গাড়িতে ২৯.২ কিলোওয়াট ঘন্টার একটি ব্যাটারি দেওয়া হয়েছে। এই গাড়িটি আপনাকে ৩২০ কিলোমিটারের ড্রাইভিং রেঞ্জ অফার করবে। গাড়িটির দাম ১১.৬১ লক্ষ টাকা থেকে শুরু হয়।

৪. টাটা টিগর

টাটা কোম্পানির এই গাড়িটি হলো একটি ইলেকট্রিক ভেহিকেল সিডান। এই গাড়িতে টাটা মোটরস যে ইঞ্জিন ব্যবহার করেছে সেটি ৭৪ বি এইচ পি শক্তি তৈরি করতে পারে এবং ১৭০ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে। এই গাড়িটিতে ২৬ কিলোওয়াট ঘন্টার একটি ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জার এর সাথে মাত্র এক ঘন্টার মধ্যে এটি পুরো চার্জ হয়ে যায়। এই গাড়িতে আপনারা ৩১৫ কিলোমিটারের ড্রাইভিং রেঞ্জ পেয়ে যাবেন। এই গাড়িটির দাম ১২.৪৯ লক্ষ টাকা থেকে শুরু।

৫. টাটা নেক্সন

টাটা কোম্পানির এই গাড়িটিতে মিডিয়াম রেঞ্জ এবং লং রেঞ্জ দুটি বিকল্প আপনারা পাচ্ছেন। এই গাড়ির মিডিয়াম রেঞ্জ অপশনটিতে ১২৩ বি এইচ পি শক্তি উৎপন্ন করার ক্ষমতা রয়েছে। এই গাড়িটিতে আপনাকে ৩০ কিলোওয়াট ঘন্টার একটি ব্যাটারি দেওয়া হয়। ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ তুলতেই মাত্র ৯.২ সেকেন্ড সময় নেয় এই গাড়িটি। এই গাড়িটির ব্যাটারি একবার চার্জ হলে ৩২৫ কিলোমিটারের আউটপুট রেঞ্জ দিতে পারে। লং রেঞ্জের গাড়িটিতে আপনি ৪০.৫ কিলোওয়াট ঘণ্টার ব্যাটারি পেতে পারেন। ৮. ৯ সেকেন্ডের মধ্যেই শূন্য থেকে ১০০ কিলোমিটার এর গতি অর্জন করতে পারে লং রেঞ্জ গাড়িটি। এই গাড়িতে আপনারা ৪৬৫ কিলোমিটার ড্রাইভিং রেঞ্জ পেয়ে যাবেন। এই গাড়িটির দাম ১৪.৭৪ লাখ থেকে শুরু।

Advertisement

Related Articles

Back to top button