নিউজ

Bank Locker: লকারের জন্য কোন ব্যাঙ্ক কত চার্জ নেয়? দেখে নিন এক নজরে

Advertisement
Advertisement

গুরুত্বপূর্ণ নথি থেকে শুরু করে গয়না বা মূল্যবান জিনিস রাখার জন্য অনেকেই ভরসা করে থাকেন ব্যাঙ্কের লকারের (Bank Locker) উপরে। বিভিন্ন ব্যাঙ্কে পাওয়া যায় লকারের সুবিধা। তবে বিনামূল্যে নয়, লকার পরিষেবা (Locker) পেতে গেলে একটি নির্দিষ্ট চার্জ দিতে হয় ব্যাঙ্ককে। লকারে জরুরি জিনিসপত্র রাখার জন্য প্রতি বছর লকার চার্জ (Locker Charge) সহ আরও কিছু চারশ দিতে হয় ব্যাঙ্ককে। কোন ব্যাঙ্ক লকারের ক্ষেত্রে কত টাকা চার্জ নেয় তা রইল এই প্রতিবেদনে।

Advertisement
Advertisement

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় লকার নেওয়ার ক্ষেত্রে লকার ভাড়া, বারবার দেখা, এটি খোলার জন্য অনেক ধরণের চার্জ দিতে হতে পারে। ১৫০০ টাকা থেকে ৯০০০ টাকা পর্যন্ত হতে পারে এই চার্জ। সঙ্গে আলাদা ভাবে লাগে জিএসটিও। রেজিস্ট্রেশন এর জন্য লাগে ৫০০ টাকা থেকে ১০০০ টাকা। এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে লকার চার্জ লাগে ৫০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত। এই চার্জ নির্ভর করে লকারের আকার এবং কোন এলাকায় লকার নেওয়া হচ্ছে তার উপরে।

Advertisement

কানাড়া ব্যাঙ্কে লকার চার্জ পড়তে পারে ১০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত। লকারের আকার এবং কোন এলাকায় লকার নেওয়া হচ্ছে তার উপরে নির্ভর করে এর চার্জ। রেজিস্ট্রেশন এর জন্য চার্জ লাগে জিএসটি সহ ৪০০ টাকা। আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে লকার চার্জ লাগতে পারে ১২০০ টাকা থেকে ২২,০০০ টাকা পর্যন্ত। কোন এলাকায় লকার নেওয়া হচ্ছে এবং লকারের আকারের ক্ষেত্রে এই চার্জ নির্ভর করে।

Advertisement
Advertisement

অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে লকার চার্জ লাগতে পারে ১৫০০ টাকা থেকে ১৪,২৫৬ টাকা পর্যন্ত। বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে লকার চার্জ হয়ে থাকে ভিন্ন ভিন্ন। গ্রাহকরা লকার নেওয়ার ক্ষেত্রে বেছে নেন পছন্দসই ব্যাঙ্ক।

Related Articles

Back to top button