Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাম ভক্তি হোক বা রহিম ভক্তি, রাষ্ট্রের চেতনাকে শক্তিশালী করা আমাদের পক্ষে জরুরি : মোদী

প্রীতম দাস : শনিবার সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল সারা দেশ জুড়ে। সবার নজর ছিল সুপ্রিম কোর্টের রায়ের দিকে। সকাল সাড়ে দশটার সময় এলো সেই মাহেন্দ্রক্ষণ। সুপ্রিম কোর্ট জানায় অযোধ্যা…

Avatar

প্রীতম দাস : শনিবার সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল সারা দেশ জুড়ে। সবার নজর ছিল সুপ্রিম কোর্টের রায়ের দিকে। সকাল সাড়ে দশটার সময় এলো সেই মাহেন্দ্রক্ষণ। সুপ্রিম কোর্ট জানায় অযোধ্যা জমি শর্ত সাপেক্ষে হিন্দুদেরকে দেওয়া হোক ও সুন্নি ওয়াকাফ বোর্ডকে অযোধ্যায় অন্য জাইগায় ৫ একর জমি দেওয়া হবে মসজিদ গঠনের জন্য।

এর পরেই সারা দেশের বিভিন্ন স্বনামধন্য রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের মতামত প্রকাশ করেন। দেশের প্রধানমন্ত্রী অযোধ্যা রায়ের পর টুইট করে বলেন – “সন্মানিয় সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলার রায় ঘোষণা করেছে। এই রায়কে কখনো হার বা জিত হিসেবে কেউ গ্রহণ না করে। রাম থাকুক বা রহিম ভক্তি থাকুক সবার আগে রাষ্ট্র ভক্তিকেই গুরুত্ব দিয়ে দেখা উচিত। শান্তি ও সম্প্রীতি বজায় থাকুক।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : কার্তারপুর করিডরের উদ্বোধনে গিয়ে পাক প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদী

বলাবাহুল্য, সুপ্রিম কোর্টের রায় কে দেশের সবাই স্বাগত জানিয়েছে ও দীর্ঘদিনের চলা বিতর্কের অবসান হলো বলে সকলে মনে করছেন।

About Author