Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কবে মিলবে করোনা থেকে মুক্তি? জেনে নিন কি ভবিষ্যতবানী করলেন জ্যোতিষীরা

শ্রেয়া চ্যাটার্জি - জ্যোতিষী সন্ত্র বেত্রা অশোক করোনা ভাইরাস কবে আমাদেরকে মুক্তি দেবে তার উত্তরে একটি ভিডিও সোশ্যাল মিডিয়া দিয়েছেন। লকডাউন উঠে গেলেই কি আমরা সম্পূর্ন নিরাপদ? আবার আগের মতন…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – জ্যোতিষী সন্ত্র বেত্রা অশোক করোনা ভাইরাস কবে আমাদেরকে মুক্তি দেবে তার উত্তরে একটি ভিডিও সোশ্যাল মিডিয়া দিয়েছেন। লকডাউন উঠে গেলেই কি আমরা সম্পূর্ন নিরাপদ? আবার আগের মতন জীবনে আমরা ফিরে যেতে পারবো? আর কতদিনই বা ঘর বন্দী জীবন কাটাতে হবে? এমন প্রশ্নই এখন প্রত্যেকের মাথায় ঘুরপাক খাচ্ছে।

তবে জ্যোতিষশাস্ত্র বলছে, করোনা আমাদের আরো কিছুদিন ভোগাবে। সেজন্য আমাদের প্রত্যেককে আরো কিছুদিন সাবধানে থাকতে হবে। ২১ জুন এর সূর্যগ্রহণ, যার প্রভাব পড়বে মানবজাতির উপর। কোন কোন জ্যোতিষীর মতে, এই ভাইরাসের চলাফেরা বেশ রহস্যজনক। ধরাবাঁধা জ্যোতিষের নিয়মে সে মোটেই চলছে না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

হাঁচি-কাশির মাধ্যমে ছড়িয়ে পড়ছে সকলের মধ্যে। কোন যুদ্ধ নয়, কোনো রক্তপাত নেই, একটা কি ভাইরাস কেমন দেশের পর দেশ ধ্বংস করে দিচ্ছে, কেড়ে নিচ্ছে কত জীবন্ত প্রাণ। যা সত্যি না দেখলে বিশ্বাস হত না। কিন্তু লকডাউনের জেরে প্রত্যেককেই গৃহবন্দী দশা থেকে মুক্তি চাইছেন। কিন্তু করোনা ভাইরাস এ বিশ্ব থেকে বিদায় না নিলে ঘর থেকে বেরোনোই যে বিপদ। সামাজিক দূরত্ব বজায় রাখতেই হবে।

About Author