নিউজরাজ্য

Special Train: অসম থেকে উত্তরবঙ্গ হয়ে পুরী পর্যন্ত স্পেশাল ট্রেন রেলের, কবে চলবে? জানুন বিস্তারিত

×
Advertisement

পাহাড়ের সাথে যদি সমুদ্র পাওয়া যায় তাহলে ভ্রমণ পিপাসুর কাছে আনন্দের কিছু হয়না। হ্যাঁ এবার অসম ঘুরে আপনি পুরীর সমুদ্র উপভোগ করতে পারবেন তাও আবার একটা ট্রেন দিয়ে। এবার এরকম সিদ্ধান্ত নিল উত্তর–পূর্ব সীমান্ত রেল। জগন্নাথ দেবের দর্শনের জন্য এবার অসম থেকে স্পেশাল প্যাকেজ ট্রেন চালানো হবে। এই ট্রেনটি এক্কেবারে অসম থেকে উত্তরবঙ্গ হয়ে চলে যাবে পুরীতে। ডিসেম্বর মাসে ২১ থেকে ২৮ তারিখ পর্যন্ত সাত দিন এই বিশেষ প্যাকেজ থাকবে।আইআরসিটিসির তরফে রেলের এই বিশেষ প্যাকেজের কথা ঘোষণা করা হয়েছে।

Advertisements
Advertisement

আইআরসিটিসির রিজিওনাল ম্যানেজার জানিয়েছেন, ডিব্রুগড় থেকে এই স্পেশ্যাল ট্রেনটি নিউ জলপাইগুড়ি হয়ে ওড়িশার পুরীতে গিয়ে থামবে। আর সেখানে আইআরসিটিসির নির্দিষ্ট হোটেলে যাত্রীদের তোলা হবে। এই স্পেশ্যাল প্যাকেজ অনুযায়ী, পুরীর জগন্নাথ দেবের মন্দির ছাড়াও সাইট সিন হিসেবে কোনারক মন্দির দেখানো হবে। পাশাপাশি চন্দ্রভাগা সমুদ্র সৈকতেও পর্যটকরা নিজেদের মতো করে ঘুরতে পারবেন। এছাড়াও পুরীর সমুদ্র সৈকতেও বিকেলে পর্যটকরা সময় কাটাতে পারবেন। আইআরসিটিসির রিজিওনাল ম্যানেজার আরো জানিয়েছেন, এই পুরো ট্যুরে পর্যটকদের জন্য একজন চিকিৎসক থাকবেন। কারও যদি কোনও অসুবিধা হয়, তাহলে তিনি নিজের চিকিৎসা করাতে পারেন তার জন্য এই স্পেশ্যাল ব্যবস্থা। পাশাপাশি প্রত্যেক কোচে একজন করে সিকিউরিটি থাকবে। যাত্রীদের সবাইকে প্যাকেজড পানীয় জল দেওয়া হবে।

Advertisements

এই স্পেশ্যাল ট্রেনটি ছাড়ার পর উত্তর-পূর্বের বেশ কিছু স্টেশনে স্টপেজ দেওয়া হবে। কোন কোন স্টপেজ? শিমুলগুড়ি, নিউ বনগাইগাঁও, নিউ কোচবিহার, গুয়াহাটি, নিউ জলপাইগুড়ি, ডিমাপুর-সহ বেশ কিছু স্টেশনে এই ট্রেনটি থামবে। আর এই সব স্টেশনে যাত্রীরা ওঠানামা করতে পারবে। এই ট্রেনে অসম থেকে পুরী যাত্রার জন্য নন এসি কোচে ৭ হাজার ৫৬০ টাকা আর এসির ক্ষেত্রে ১২ হাজার ৬০০ টাকা দিতে হবে। আর ছোটদের ৫ বছরের নীচে যারক তাদের কোনও ভাড়া লাগবে না। ট্রেনটি পুরীতে পৌঁছোবে ২৪ ডিসেম্বর সকালে। ২৫ ডিসেম্বর রাতে ট্রেনটি ছাড়বে পুরী থেকে। আর এই ট্রেনে করে পুরী যাওয়ার আগে শিলিগুড়িতে উঠতে হবে ২২ তারিখ।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button