Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কবে থেকে খুলবে স্কুল-কলেজ? জানাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

দেশজুড়ে চলছে চতুর্থ দফার লকডাউন। বন্ধ স্কুল-কলেজ থেকে বিভিন্ন পরিষেবা। তবে এবার জুলাই থেকে ধাপে ধাপে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। জানা গিয়েছে প্রথমে গ্রীন এবং অরেঞ্জ জোনে খোলা হবে…

Avatar

দেশজুড়ে চলছে চতুর্থ দফার লকডাউন। বন্ধ স্কুল-কলেজ থেকে বিভিন্ন পরিষেবা। তবে এবার জুলাই থেকে ধাপে ধাপে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। জানা গিয়েছে প্রথমে গ্রীন এবং অরেঞ্জ জোনে খোলা হবে স্কুল। তবে সব শ্রেণির জন্যে নয়, কিছু উঁচু শ্রেণির শিক্ষার্থীদের জন্যেই স্কুল খোলা হবে। প্রথম থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের এখনই স্কুলে ভীড় জমাতে দিতে নারাজ কেন্দ্র।

কিছু দিন আগেই মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, স্কুল এবং কলেজের হাজিরার বিষয়ে জারি করা হবে গাইডলাইন। এই বিষয়ে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল বলেন, ‘স্কুল খোলা হলেও শুধুমাত্র ৩০ শতাংশ ছাত্র-ছাত্রীই স্কুলে আসার অনুমতি পাবে। শিক্ষক ও ছাত্রছাত্রীদের জীবনের মূল্য অনেক বেশি তাই স্কুল শুরু করা হলেও ৩০ শতাংশের বেশি ছাত্র-ছাত্রীকে প্রবেশ করানো যাবে না।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গাইডলাইনের ব্যাপারে জানা গিয়েছে, ভবিষ্যতের দিনগুলিতে সব শিক্ষক এবং শিক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে। এছাড়া একটি বেঞ্চে শুধুমাত্র দুজনই বসতে পারবে। শুধু তাই নয় সিসিটিভির মাধ্যমে সামাজিক দূরত্বের বিষয়েও খতিয়ে দেখা হবে।

প্রসঙ্গত, দেশে প্রথম দফার লকডাউন জারি করা হয়েছিল ২৩ শে মার্চ। ১৬ই মে থেকে বন্ধ করা হয়েছে স্কুল-কলেজগুলি। কিন্তু তার পরেও কমেনি সংক্রমণের মাত্রা। ইতিমধ্যে গোটা দেশে আক্রান্তের সংখ্যা এক লক্ষের বেশি। এই পরিস্থিতিতে বয়স্ক ও শিশুদের বিষয়ে অনেকটাই বেশি সতর্ক রয়েছে কেন্দ্র। তাই স্কুল চালু করা হলেও মানতে হবে একাধিক বিধিনিষেধ।

About Author