লকডাউন নিয়ে মানুষের মনে তৈরী হয়েছে আশঙ্কা। এই নিয়ে জল্পনা এখন তুঙ্গে। লকডাউন শেষ হতে আর হাতে গোনা কয়েকদিন বাকি। তারপরেই কি উঠে যাবে লকডাউন? বর্তমান পরিস্থিতি দেখে মনে করা হচ্ছে যে লকডাউনের সময়সীমা বাড়তেও পারে। কারণ দেশে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে, এরকম পরিস্থিতিতে লকডাউন তুলে দিলে সমস্যা আরও বাড়তে পারে বলে বিশেষজ্ঞদের মত।
লকডাউন বাড়ানোর জন্য আর্জি জানিয়েছে বিভিন্ন রাজ্য। তবে কেন্দ্র চাইছে এটি ধাপে ধাপে তোলা হোক। সূত্র অনুযায়ী জানা গেছে যে মন্ত্রী ও বিভিন্ন আমলারা জানিয়েছেন লকডাউন তুললেও শিক্ষা প্রতিষ্ঠান যাতে না খোলা হয়। এই জায়গাগুলিতে সবথেকে বেশি ভিড় জমায়েত হয়, তার উপর শিশুদের সমস্যা আরও বাড়তে পারে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowশুধু শিক্ষাপ্রতিষ্ঠানেই নয়, বন্ধ রাখা উচিত সমস্ত জমায়েত, মন্দির, মসজিদ, পার্ক, সিনেমাহল, শপিং মল এরকম জমায়েতপূর্ণ এলাকাগুলিকে বন্ধ রাখার আর্জি জানিয়েছেন মন্ত্রী ও আমলারা। আর শিক্ষাপ্রতিষ্ঠান গুলির সামনেই গরমের ছুটি, তাই সেই ছুটিটা একসাথে যুক্ত করে দেবার ও আবেদন করেছেন।