কলকাতা : মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ‘আনলক ফোর’। আর এই ‘আনলক ফোর’-এ সমস্তরকম বিধি মেনে ট্রেন ও মেট্রো পরিষেবা চালু করার ক্ষেত্রে সম্মতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই শিয়ালদহ ডিভিশন বেঞ্চে এই নিয়ে বৈঠক করা হয়েছে। যদি ট্রেন চালু করা হয়, তাহলে সমস্তরকম স্বাস্থ্যবিধি মেনে নিয়ে যাতে পরিষেবা দেওয়া যায় সেই বিষয় মাথায় রেখেই আগে থাকতে পরিকল্পনা করে রাখতে চাইছে নবান্ন।
যদিও এ বিষয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রক এখনও কোনও গ্রিন সিগনাল পাওয়া যায়নি। তবে শুক্রবার এই মর্মে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রককে একটি চিঠি দিয়েছেন। যাতে রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ যাদবকে উল্লেখ করে বলা হয়েছে যে, সমস্তরকম স্বাস্থ্যবিধি মেনে যদি রেল ও মেট্রো পরিষেবা দেওয়া যায়, তাহলে রাজ্যের তরফ থেকে কোনও আপত্তি থাকবে না।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রসঙ্গত ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিন দিন কলকাতায় বিমান ওঠানামা করবে। তাহলে কি এর পাশাপাশি ট্রেন ও মেট্রোর চাকাও গড়াতে চলেছে? সেটাই এখন দেখার বিষয়।