Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Actress: এই বিখ্যাত বলিউড সুন্দরীরা বাস্তব জীবনে জেলে গিয়েছিলেন, নাম জানলে অবাক হবেন

বলিউডের সমস্ত তারকারাই একটা বিশাল গ্ল্যামার বাবলের মধ্যে থাকেন। এক্ষেত্রে অভিনেত্রীদের নামই বেশি উঠে আসে। দর্শকমহলেও তাদের পরিচিতি নেহাতই কম নয়। তবে এনাদের মধ্যে থেকেই এমন বেশ কয়েকজন রয়েছেন যারা…

Avatar

বলিউডের সমস্ত তারকারাই একটা বিশাল গ্ল্যামার বাবলের মধ্যে থাকেন। এক্ষেত্রে অভিনেত্রীদের নামই বেশি উঠে আসে। দর্শকমহলেও তাদের পরিচিতি নেহাতই কম নয়। তবে এনাদের মধ্যে থেকেই এমন বেশ কয়েকজন রয়েছেন যারা বিভিন্ন কারণে রাত কাটিয়েছেন জেলে। সম্প্রতি তাদের মধ্যে থেকেই কয়েকজন অভিনেত্রীর নাম উঠে এসেছে প্রকাশ্যে। জানুন বিস্তারিত।

১) মমতা কুলকার্নি- বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন মমতা কুলকার্নি। একসময় একাধিক হিট ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। তার অনুরাগীর সংখ্যাও নেহাত কম ছিল না। তবে মাদক কাণ্ডে ধরা পড়েছিলেন তিনি। স্বামীর সাথে মাদক কান্ডে নাম উঠে এসেছিল তারও। রাত কাটাতে হয়েছিল জেলে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২) সোনালী বেন্দ্রে- বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। একাধিক হিট জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন সোনালী। তবে এনাকে একটা সময় যেতে হয়েছিল জেলে। শোনা যায়, ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার কারণেই জেলে গিয়েছিলেন অভিনেত্রী।

৩) মধুবালা- একসময়ের অন্যতম সুন্দরী প্রতিভাবান অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন মধুবালা। তবে এক নামি প্রযোজকের সাথে বিবাদে জড়ানোর কারণেই তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল, যার সূত্র ধরেই জেলে যেতে হয়েছিল মধুবালাকে। ৬০’এর দশকের আগের ঘটনা এটি।

৪) মনিকা বেদি- নিজের অভিনয় জীবনে খুব একটা সফলতা না পেলেও মিডিয়ার পাতায় খুব একটা কম চর্চিত ছিলেন না অভিনেত্রী। আন্ডারওয়ার্ল্ডের ডন আবু সালামের সাথে সম্পর্কের কারণেই ২০০২ সালে হাজতবাস করতে হয়েছিল মনিকা বেদিকে।

৫) রিয়া চক্রবর্তী- সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা ছিলেন রিয়া চক্রবর্তী। অভিনেতার মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা অভিনেত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলায় সেইসময় জেরা চলাকালীন বেশ দীর্ঘসময় হাজতবাস করতে হয়েছিল তাকে।

৬) শ্বেতা বসু প্রসাদ- শিশু শিল্পী হিসেবেই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন অভিনেত্রী। তবে পরবর্তীকালে পতিতাবৃত্তির অভিযোগে হাজতবাস হয়েছিল তার। তবে জেরা চলাকালীন তিনি নিজেকে ভুক্তভোগী হিসেবেই ইঙ্গিত করেছিলেন।

About Author