Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bigg Boss 15: ‘মানিকে মাগে হিথে’ গান এবার ভাইজানের কন্ঠে, শ্রীদেবীকে টেনে আনলেন সলমন! রইলো ভিডিও

সিংহলি ভাষা না বুঝলেও সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরে একটি গান বিপুল পরিমাণে জনপ্রিয় হয়েছে। হ্যাঁ ঠিক ধরেছেন ‘মানিকে মাগে হিথে’ গানের কথা বলছি। আট থেকে আশি সকলের মুখেই এই এক…

Avatar

By

সিংহলি ভাষা না বুঝলেও সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরে একটি গান বিপুল পরিমাণে জনপ্রিয় হয়েছে। হ্যাঁ ঠিক ধরেছেন ‘মানিকে মাগে হিথে’ গানের কথা বলছি। আট থেকে আশি সকলের মুখেই এই এক গান। এই গানের নেপথ্যে শ্রীলঙ্কান তরুণী ইয়োহানি ডিলোকা ডি সিলভার । গত এক মাস ধরে সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে দাঁড়িয়েছেন এই তরুণ গায়িকা। ভারতের শিল্পীরাও ‘মানিকে মাগে হিথে’র সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন ভার্সন বের করেছেন। এই গানের তালে এবছর দুর্গা পুজোর থিম তৈরী হয়েছে।

এককথায় ইয়োহানির গানের কদর ও বেশ। ইয়োহানি এখন ভারতের সঙ্গীত জগতেও নাম লিখিয়েছেন। ইতিমধ্যে বলিউডে গান ও গেয়ে নিয়েছেন সিংহলের কন্যা। শ্রীলঙ্কান এই গায়িকাই এবার বলিউড সুপারস্টার সলমন খানের সঙ্গে এক মঞ্চে। নেপথ্যে ‘বিগ বস ১৫’। এই প্রথমবার ভারতীয় টেলিভিশনের পর্দায় ধরা দেবেন ইয়োহানি। সোশ্যাল মিডিয়া সেনসেশন ইয়োহানি প্রথমবার হাজির বিগ বসের ঘরে। এই খবর কাক পক্ষীতে টের পায়নি। এবার উইকএন্ড কা ওয়ার এপিসোডে সলমন খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন গায়িকা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Bigg Boss 15: 'মানিকে মাগে হিথে' গান এবার ভাইজানের কন্ঠে, শ্রীদেবীকে টেনে আনলেন সলমন! রইলো ভিডিও

কালার্স চ্যানেলের ইনস্টাগ্রামে ইতিমধ্যেই আপলোড করা হয়েছে ইয়োহানির সঙ্গে। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ২৮ বছর বয়সী গায়িকার ভাইরাল হওয়া গানে গলা মেলাচ্ছেন বিগ বসের সঞ্চালক মশাই। হ্যাঁ, ভাইজানের কন্ঠে ‘মানিকে মাগে হিতে’ শুনবেন তা কি ভেবেছেন৷ তবে সিংহলি ভাষার এই গানের লিরিক্স উচ্চারণ করতে গিয়ে চাপে পড়লো সলমন। তবে ইয়োহানি ভেঙে ভেঙেই নিজের প্রিয় অভিনেতাকে এই গান শেখাচ্ছিলেন।। প্রথম লাইনটা কোনওরকমে উতরে দিলেও, ‘নেরিয়ে নুম্বে নাগে, মাগে নেত্তেরা মেহাইয়ায়ি শিয়েয়ি’ উচ্চারণের সময় আটকা পড়লেন অভিনেতা। শেয়েয়-র জায়গা ‘শ্রীদেবী’র নাম করলেন সলমন। যা শুনে হাসি চেপে রাখতে পারেনননি ইয়োহানি নিজেই। মঞ্চের মাঝেই হেসে গড়িয়ে পড়লেন তিনি, সঙ্গ দিলেন ভাইজান ও। বিগ বস’ সিজন ১৫’র সেই প্রোমোই এখন ভাইরাল নেটদুনিয়ায়। ভাইজান-অনুরাগীরাও বেশ মজেছেন তাঁর কণ্ঠে জনপ্রিয় সিংহলি গানের ভুল উচ্চারণে।

প্রিয় অভিনেতা সলমনের সঙ্গে দেখা করবার আগেই দেখা করলেন বলিউডের সুন্দরী অভিনেত্রী তথা শ্রীলঙ্কান কন্যে জ্যাকলিন ফার্নান্দিজের সঙ্গে দেখা করতে। সেই ছবি সোশ্যাল মিডিয়ার দেওয়ালে শেয়ার করেছেন তিনি। আসলে নিজের শহরের মেয়েকে কাছে পেয়ে খুশিতে আপ্লুত তিনি। এই ছবির ক্যাপশনে ইয়োহানি লিখেছেন, ‘স্টারস্টাক’। অন্যদিকে ইয়োহানির প্রিয় নায়িকা মন্তব্য করেছেন, ‘তোমাকে নিয়ে আমি গর্বিত’। ইতিমধ্যেই বলিউড ছবি ‘শিদ্দত’-এর টাইটেল ট্রাকের ফিমেল ভার্সন গেয়েছেন ইয়োহানি। আগামী দিনে বলিউডে চুটিয়ে কাজ করবেন এই গায়িকা, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।

 

About Author