Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Wheat Price: শীঘ্রই কমবে ডাল ও গমের দাম, এই পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার

গত কয়েক মাস ধরে দেশে আটা, চাল ও ডালের দাম অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। এই ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এখন থেকে দেশের সকল গম ও ডাল…

Avatar

গত কয়েক মাস ধরে দেশে আটা, চাল ও ডালের দাম অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। এই ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এখন থেকে দেশের সকল গম ও ডাল বিক্রেতাদের তাদের স্টক সম্পর্কে সরকারকে অবহিত করা বাধ্যতামূলক করা হয়েছে।

এই নতুন ব্যবস্থার অধীনে, দোকানদারদের প্রতি শুক্রবার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির খাদ্য ও সংরক্ষণ বিভাগের ওয়েবসাইটে তাদের গম ও ডালের মজুদের পরিমাণ ঘোষণা করতে হবে। এই ব্যবস্থা দিল্লি, ইউপি, বিহার, এমপি সহ সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে প্রয়োগ করা হবে।এই পদক্ষেপের লক্ষ্য হলো বাজারে কৃত্রিম সংকট তৈরি রোধ করা এবং কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সরকার মনে করে এই পদক্ষেপের মাধ্যমে বাজারে স্থিতিশীলতা আসবে এবং দাম নিয়ন্ত্রণে আসবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিহারের কথা বললে ২২ লাখ হেক্টর জমিতে গমের চাষ হয়। বিহারে প্রতি বছর গড়ে প্রায় ৬৮ লক্ষ মেট্রিক টন গম উৎপন্ন হয়। একইভাবে বিহারে ৪ লাখ হেক্টর জমিতে ডাল চাষ হয় এবং উৎপাদন হয় প্রায় ৪ লাখ মেট্রিক টন। বিহার সরকার যারা গম এবং ডাল বিক্রি করে তাদের খাদ্য ও ভোক্তা সুরক্ষা বিভাগের www.evegils.nic.in/wsp/login ওয়েবসাইটে নিবন্ধন করতে বলেছে। দোকানদারদের নাম, ই-মেইল, মোবাইল নম্বর, প্যান নম্বর ইত্যাদি তথ্য দিতে হবে এখানে। তারপর প্রতি শুক্রবার স্টকের বিবরণ জমা দিতে হবে এই ওয়েবসাইটে।

About Author