Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আর মাত্র দশ দিন, হোয়াটসঅ্যাপ কাজ করবে না এই ফোন গুলোতে

২০২০ সালের ১লা ফেব্রুয়ারি থেকে বেশ কয়েকটি স্মার্টফোনে কাজ করা বন্ধ করবে হোয়াটসঅ্যাপ। ফেসবুকের মালিকানাধীন জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ্লিকেশনটি অনেকগুলি অ্যান্ড্রয়েড এবং IOS ফোনে কাজ করা বন্ধ করবে। অ্যান্ড্রয়েড এবং…

Avatar

২০২০ সালের ১লা ফেব্রুয়ারি থেকে বেশ কয়েকটি স্মার্টফোনে কাজ করা বন্ধ করবে হোয়াটসঅ্যাপ। ফেসবুকের মালিকানাধীন জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ্লিকেশনটি অনেকগুলি অ্যান্ড্রয়েড এবং IOS ফোনে কাজ করা বন্ধ করবে। অ্যান্ড্রয়েড এবং IOS এর পুরানো কিছু সংস্করণে হোয়াটসঅ্যাপ কাজ করবে না বলে জানা গিয়েছে সংস্থার তরফ থেকে।

হোয়াটসঅ্যাপ FAQ Section এর তথ্য অনুযায়ী, যে সমস্ত অ্যান্ড্রয়েড ফোনগুলি অ্যান্ড্রয়েড ২.৩.৭ বা তার থেকেও নিন্ম ভার্সনের এবং আইওএস এর ক্ষেত্রে আইওএস ৮ এবং এর চেয়ে নিন্ম ভার্সনের সেগুলোতে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ। তবে হোয়াটসঅ্যাপ জিওফোন, জিওফোন ২ সহ কয়েকটি নির্বাচিত ফোনের জন্য চালু থাকবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ১০০ টাকার কমে দুর্দান্ত প্ল্যান আনল ভোডাফোন, আনলিমিটেড ভয়েস কল সহ প্রতিদিন ১ জিবি ডেটা

অ্যান্ড্রয়েডের পুরানো ভার্সন গুলির সাথে সমস্ত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ফোন গুলিতেও বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ কতৃপক্ষের তরফে অনেক আগেই ঘোষণা করা হয়েছিল যে, ৩১ ডিসেম্বর ২০১৯ থেকেই সমস্ত উইন্ডোজ ফোনগুলিতেও মেসোজিং অ্যাপ্লিকেশনটি কাজ করা বন্ধ করে দেবে।

তবে যাদের উইন্ডোজ স্মার্টফোন আছে তাদের সমস্ত চ্যাট এবং তথ্য যাতে না হারায় তার জন্য হোয়াটসঅ্যাপ চ্যাটগুলি সংরক্ষণ করার জন্য বিকল্প ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে। ‘Export Chat’ অপশন থেকে সহজেই পুরানো সমস্ত ম্যাসেজ সংরক্ষণ করতে পারবে উইন্ডোজ ফোন ব্যবহারকারীরা।

যে যে অপারেটিং সিস্টেমে পরের বছর থেকে হোয়াটসঅ্যাপ কাজ করবে না তা হল :

১. অ্যান্ড্রয়েড ভার্সন যেগুলো ২.৩.৭ বা তার চেয়েও পুরনো।

২. আইওএস ৮ এবং তার চাইতেও পুরানো ভার্সন।

৩. ৩১ ডিসেম্বর, ২০১৯ থেকে সমস্ত উইন্ডোজ ওএস এর ফোন।

About Author