ভারতে নিজেদের ইউপিআই ভিত্তিক পেমেন্ট সিস্টেম হোয়াটসঅ্যাপ পে আনতে চলেছে ফেসবুকের মালিকানাধীন জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। সূত্রের খবর অনুযায়ী, হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার অমুমতিও পেয়ে গিয়েছে এই বিষয়ে।
ইউপিআই ভিত্তিক এই পেমেন্ট সিস্টেমটি ২০১৮ সালে তাদের বিটা ভার্সনে টেস্টিং এর জন্যে এনেছিল। এবার সকলের জন্যেই আনতে চলেছে এই পেমেন্ট সিস্টেম। জানা গিয়েছে হোয়াটসঅ্যাপ পে প্রথম পর্যায়ে ভারতের ১ কোটি ব্যবহারকারীদের জন্য উপলব্ধ করা হবে। হোয়াটসঅ্যাপ বিটা ব্যবহারকারীরা ২০১৮ থেকেই হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএবার তা সকল গ্রাহকদের জন্যই আসতে চলেছে বাজারে। ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪০ কোটি। ফলে সকলের জন্য হোয়াটসঅ্যাপ পে এসে গেলে গুগল পে, ফোন পে, আমাজন পে এর মতো পেমেন্ট অ্যাপের কাছে একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে বলেই মত বিশেষজ্ঞদের।