Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারত সরকারের বিরুদ্ধে আদালতে গেল Whatsapp, থাকবে না গ্রাহকের প্রাইভেসি

সোশ্যাল মিডিয়া এখন আমাদের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে। এমন অবস্থায় যদি সোশ্যাল মিডিয়াই না থাকে? হ্যাঁ, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নতুন প্রাইভেসি পলিসি নিয়ে সংঘাত এখন উঠেছে চরমে। Facebook মালিকাধীন কোম্পানি…

Avatar

By

সোশ্যাল মিডিয়া এখন আমাদের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে। এমন অবস্থায় যদি সোশ্যাল মিডিয়াই না থাকে? হ্যাঁ, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নতুন প্রাইভেসি পলিসি নিয়ে সংঘাত এখন উঠেছে চরমে। Facebook মালিকাধীন কোম্পানি Whatsapp ভারত সরকারের নতুন IT বিধিনিষেধগুলির বিরুদ্ধে এইবার আদালতের দ্বারস্থ হয়েছে। নতুন নিয়মে Whatsapp এবং তার মতো বাকি সংস্থাগুলিকে সমস্ত দিক থেকে খোঁজ রাখতে হবে বলে জানানো হয়েছে। এই নিয়মের বিরুদ্ধে গতকাল অর্থাৎ ২৫ তারিখ দিল্লি হাইকোর্টে আবেদন করা হয়েছে Whatsapp এর পক্ষ থেকে।

সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, অ্যাপে চ্যাট ট্রেস করার মানে হল প্রতি জনের ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সংরক্ষণ করে রাখতে বলার সমান। এটি করলে এন্ড টু এন্ড এনক্রিপশন বলে কিছুই থাকবেনা। যার ফলে জনসাধারণের গোপনীয়তা অধিকার বিঘ্নিত হবে। এই সমস্যার সমাধানের জন্য কেন্দ্রের সাথে কথা বলতে চায় কোম্পানি। তার পর একই ভাবে চালানো হবে Whatsapp।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কিছুদিন আগেই Whatsapp কে গোপনীয়তা নীতি তুলে নেওয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে নোটিস পাঠিয়েছিল। চাওয়া হয়েছিল এক সপ্তাহের মধ্যে জবাব। দেশের তরফ থেকে বলা হয়েছিল, ভারত সরকারের সংবিধানকে লঙ্ঘন করছে Whatspp এই নীতির মাধ্যমে। এমন অবস্থায় আদালত থেকে Whatsapp এবং Facebook কে নোটিস পাঠানো হয়েছিল তাদের পতিক্রিয়া জানানোর জন্য।

প্রথমে ৮ ই এবং পরে ১৫ ই মে Whatsapp এর পক্ষ থেকে তাদের গোপনীয়তা নীতি বাস্তবায়নের পরিবর্তন করা হয়। এখন সেই তারিখও পিছিয়ে দিয়েছে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ Whatsapp। তবে দেশের যে কোনও ভাবেই এই নীতি মানতে নারাজ তা আর বলার কোনও প্রয়োজন হয়না।

About Author