Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্পাইওয়্যার কাণ্ডের পর ভারতে হোয়াটসঅ্যাপের ডাউনলোড সংখ্যা ৮০ শতাংশ কমেছে

হোয়াটসঅ্যাপে স্পাইওয়্যার নিয়ে দেশ জুড়ে বিতর্কের সূত্রপাতের জেরে ভারতে হোয়াটসঅ্যাপের ডাউনলোড ৮০ শতাংশ কমেছে বলে খবর। মারাত্মক প্রভাব পড়েছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপের ডাউনলোডে। একটি রিপোর্টে জানা যাচ্ছে, গত ২৬…

Avatar

হোয়াটসঅ্যাপে স্পাইওয়্যার নিয়ে দেশ জুড়ে বিতর্কের সূত্রপাতের জেরে ভারতে হোয়াটসঅ্যাপের ডাউনলোড ৮০ শতাংশ কমেছে বলে খবর। মারাত্মক প্রভাব পড়েছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপের ডাউনলোডে। একটি রিপোর্টে জানা যাচ্ছে, গত ২৬ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত জনপ্রিয় এই মেসেজিং অ্যাপের ডাউনলোড সংখ্যা ৮০% কমেছে।

এর আগের নয় দিনে অর্থাৎ অক্টোবর ১৭ থেকে ২৫ এর মধ্যে যেখানে ডাউনলোডের সংখ্যা ছিল প্রায় ৮.৯ মিলিয়ন সেখানে ২৬ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ডাউনলোড হয়েছে ১.৩ মিলিয়ন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ওই রিপোর্টে আরও জানা গেছে, এই একই সময়ে অন্যান্য মেসেজিং অ্যাপ গুলির ডাউনলোড সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। এই একই সময়ে Signal এর ডাউনলোড সংখ্যা ৬৩% বেড়ে হয়েছে ৯৬০০ এবং Telegram এর ডাউনলোড সংখ্যা ১০% বেড়ে হয়েছে ৯২০০০০।

সম্প্রতি প্রকাশ পেয়েছিল ইজরায়েলি একটি সংস্থা বিভিন্ন দেশের ১৪০০ ইউজারদের হোয়াটসঅ্যাপে একটি স্পাইওয়্যার ঢোকানোর চেষ্টা করেছিল। যদিও তারা সফল হয়নি এই কাজটি করতে। তার আগেই হোয়াটসঅ্যাপের তরফ থেকে স্পাইওয়্যারটি ধরে ফেলে সমস্ত ইউজারদের সাবধান করে দেওয়া হয়। এই ঘটনার পর হোয়াটসঅ্যাপের ডাউনলোডে এই বিপুল পরিমাণে পতন যে যথেষ্টই তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য।

About Author