Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ইউজারদের তথ্য ফাঁসের অভিযোগ হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে, জবাব দিহি চাইলো কেন্দ্র

একদল হ্যাকারদের নিশানায় এবার হোয়াটসঅ্যাপ। তথ্য ফাঁসের অভিযোগে গত বছর বিপাকে পড়েছিল ফেসবুক, এবার তথ্য ফাঁসের অভিযোগে ফেসবুকের মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের কাছে জবাবদিহি চাইলো কেন্দ্র। জানা যাচ্ছে এই…

Avatar

একদল হ্যাকারদের নিশানায় এবার হোয়াটসঅ্যাপ। তথ্য ফাঁসের অভিযোগে গত বছর বিপাকে পড়েছিল ফেসবুক, এবার তথ্য ফাঁসের অভিযোগে ফেসবুকের মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের কাছে জবাবদিহি চাইলো কেন্দ্র। জানা যাচ্ছে এই হ্যাকাররা ইজরায়েলি। চলতি বছরের এপ্রিল মাসে থেকে ২০ টি দেশের ১৪০০ এর বেশি ইউজারদের হোয়াটসঅ্যাপে একটি স্পাইওয়্যার ঢোকানোর চেষ্টা করেছিল একটি ইজরায়েলি সংস্থা।

সম্প্রতি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে এই কথা। এই সংস্থার প্রধান টার্গেট ছিল মূলত সাংবাদিক, উচ্চপদস্থ সরকারি কর্মী, মানবাধিকার সংগঠনের আধিকারিক এবং কূটনীতিবিদরা। হোয়াটসঅ্যাপের তরফ থেকে জানানো হয়েছে তারা ওই ইজরায়েলি সংস্থার বিরুদ্ধে মামলা করবে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ যেসকল ভারতীয় অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা হয়েছিল তাদের বিষয়টি জানিয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে যে, এই স্পাইওয়্যার ঠিকভাবে কাজ করার আগেই হোয়াটসঅ্যাপের টেকনিক্যাল বিশেষজ্ঞরা সেটি ধরে ফেলেন। তাই ইজরায়েলি ওই সংস্থার উদ্যেশ্য পূরণ হয়নি। গোটা ঘটনাটি নিয়ে হোয়াটসঅ্যাপের কাছে বিস্তারিত ব্যাখা চেয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকর প্রসাদ জানান, ‘কীভাবে ও কেন ইউজারদের এমন সমস্যায় পড়তে হল, হোয়াটসঅ্যাপের থেকে তা বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।’

About Author