জল্পনা ছিল খুব ফাঁসিতে ঝোলানো হবে নির্ভয়া কান্ডের অপরাধীদের। তবে সুপ্রিমকোর্টে অভিযুক্তদের আইনজীবীর ফাঁসি আটকানোর মরিয়া প্রয়াস দেখা গেল আজ। প্রথমে নির্ভয়ার বন্ধুকে আক্রমণ করেন তিনি। পরে দাবি করেন, তাঁর মক্কেল অক্ষয়কে ফাঁসানো হয়েছে। নির্যাতিতা মৃত্যুকালীন জবানবন্দিতে অক্ষয়ের নাম নেননি বলেও দাবি করে আইনজীবী এপি সিংহ। একই সঙ্গে তাঁর দাবি, সেপটিসিমিয়া ও ওষুধের ওভারডোজে মৃত্যু হয়েছিল নির্যাতিতার।
তবে সলিসিটর জেনারেল তুষার মেহতা মানবতাবিরোধী এই অপরাধের ক্ষেত্রে ফাঁসিই একমাত্র সাজা বলে দাবি করেন। এই অপরাধের কোন ক্ষমা হয়না বলেও দাবি করেন তিনি। উল্টোদিকে আইনজীবী এপি সিংহ এই মামলা দীর্ঘায়িত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তুষার মেহতা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : বৃহত্তর আন্দোলনে নামার পরিকল্পনা মুখ্যমন্ত্রীর, আজও মমতার মিছিল
আইনজীবী এপি সিংহের দাবি, অভিযুক্তদের ফাঁসি দিয়ে নির্ভয়ার মাকে প্রবোধ দেওয়া গেলেও কাঁদতে হবে অন্য চার মাকে। এমন রায় মানবতাবিরোধী বলেও দাবি করেন তিনি। দেশ থেকে ফাঁসির সাজা তুলে দেওয়ার আর্জি জানান তিনি।
দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি অশোক ভূষণ, এএস বোপান্না ও আর ভানুমতির বেঞ্চ জানান, দুপুর ১ টায় এই মামলার রায় ঘোষণা করবে আদালত। তখনই জানা যাবে নির্ভয়া মামলায় অভিযুক্তদের ফাঁসি হবে কি না।