ভারতেও থাবা বসিয়েছে করোনা ভাইরাস। সূত্রের খবর অনুযায়ী গোটা দেশে প্রায় ২১ জন এই ভাইরাসে আক্রান্ত বলে খবর। এই ভাইরাসের হাত থেকে মোকাবিলা করার জন্য স্বাস্থ্য দপ্তর নানা পদক্ষেপ গ্রহণ করছে। কলকাতার কলেজ, হাসপাতাল এবং জেলার হাসপাতালগুলিকে সর্বদা সতর্ক থাকতে বলেছে সরকার। কোনোভাবেই যাতে এই সংক্রমন যাতে না ছড়ায় তার জন্য সবরকম ভাবে প্রস্তুতি নিয়েছে সরকার। কোনো ব্যক্তি করোনা ভাইরাস নিয়ে হাসপাতালে ভর্তি হয় তাহলে তার ব্যবহার করা জিনিসপত্র অন্য নিরাপদ জায়গাতে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর সাধারন মানুষকেও সতর্ক থাকতে বলেছে। স্বাস্থ্য দফতর কয়েকটি নিয়মাবলী মানতে বলেছে। সেগুলি হল-
আরও পড়ুন : ভারতে করোনা আতঙ্ক, একলাফে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now১) করোনা থেকে বাঁচার জন্য N95 মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে।
২)খাবার আগে অ্যালকোহল জাতীয় স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে।
৩) সামনে কেউ হাঁচলে বা কাশলে তার সঙ্গে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখতে বলা হয়।
৪) বার বার চোখ , নাক , মুখ ছুঁতে বারণ করা হচ্ছে।
৫) শরীরে কোন রকম অস্বস্তি হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যান।
৬) হাঁচি , কাশির সময় মুখ চাপা দিন।
৭) ধূমপান করবেন না।
৮) একাধিক মাস্ক ব্যবহার করতে না বলা হয়েছে।
৯) আয়ুরবেদিক ওষুধ ব্যবহারে বারণ করা হচ্ছে।
১০) নিজের পাশাপাশি অন্যদের হাইজেনিক বিষয়ে লক্ষ্য রাখুন।
স্বাস্থ্য দফতর প্রতিটি হাসপাতালে CCU প্রস্তুত রাখতে বলেছে। বৃদ্ধ ব্যক্তিদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। প্রাণঘাতী এই করোনা ভাইরাসের থেকে বাঁচতে স্বাস্থ্য দফতর সর্বদা তৎপর ভূমিকা পালন করবে।