Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পকোড়া যা কিনা দেখতে করোনাভাইরাস এর মত, চাইলে এখন আপনিও বানাতে পারেন

শ্রেয়া চ্যাটার্জী : ঘরে বসে বসে মানুষের কাটছে অবসর সময়। করোনা ভাইরাস এর দৌলতে মানুষ কার্যত গৃহবন্দি। লাঞ্চে কখনো চিকেন বিরিয়ানি, বা রাতে কোপ্তা কালিয়া। কিন্তু বিকেলে চায়ের সঙ্গে পকোড়া…

Avatar

শ্রেয়া চ্যাটার্জী : ঘরে বসে বসে মানুষের কাটছে অবসর সময়। করোনা ভাইরাস এর দৌলতে মানুষ কার্যত গৃহবন্দি। লাঞ্চে কখনো চিকেন বিরিয়ানি, বা রাতে কোপ্তা কালিয়া। কিন্তু বিকেলে চায়ের সঙ্গে পকোড়া না খেলে কি ঠিক জমে? বিশেষত অনেকটা দিন পরে এমন একটা সুযোগ পাওয়া গেছে যেখানে পরিবারের সঙ্গে বসে সময় কাটানো যায়। মাঝে মাঝে বৃষ্টি হওয়ায় ঠান্ডার আমেজটা এখনো খানিকটা রয়েছে , তাই কফিতে চুমুক দিতে দিতে সাথে পকোড়া মন্দ লাগবে না। তবে বাইরের যা পরিস্থিতি সেইটা কখনোই কাম্য নয়। এমন ভাবে বাড়ীতে বসে ছুটি কাটাতে কোন মানুষই হয়তো চাননি। কিন্তু যাই হোক অকস্মাত্ এই ছুটিতে মানুষের হাতে থাকছে প্রচুর অবসর সময়।

অফিসের কাজ বাড়িতে নিয়ে এসে work-from-home করার পরেও অবসর সময় বানিয়ে ফেলছেন নানান রকমের জিনিস। কেউ হয়তো তার পুরনো প্রতিভায় একটু শান দিয়ে নিচ্ছেন অর্থাৎ গান শিখছেন, আঁকছেন। আবার কেউ কেউ বাড়ির মানুষগুলোর সঙ্গে সিনেমা দেখছেন, অনেক পুরুষরা তো আবার স্ত্রীকে তাদের রান্নাতে সাহায্য করছেন। এসব করে মানুষ হয়তো ভয়টাকে খানিকটা কাটানোর চেষ্টা করছেন। টিভি খুললেই বা সোশ্যাল মিডিয়াতে ইতালি এবং চীনের ভয়াবহ দৃশ্য আমাদেরকে ক্রমাগত আতঙ্কিত করে তুলছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সোশ্যাল মিডিয়াতে এই ছবিটি এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। করোনাভাইরাস এর আকারে তৈরি হয়েছে পকোড়া। যিনি এটি বানিয়েছেন তার সত্যি শিল্পকলা কে ধন্যবাদ জানাতে হয়। দেখে অবশ্য বোঝা যাচ্ছে না এটি খেতে কতটা সুন্দর হয়েছে, তবে যেটি দেখতে এত নিখুঁত হয়েছে আশা করা যাচ্ছে এই রাঁধুনি শিল্পী খুব সুন্দর করে যত্ন নিয়ে পকোড়াটি বানিয়েছেন। এমন নিখুঁত ভাবে ভাইরাসের ছবি দেখে দেখে পকোড়া বানাতে কিন্তু আপনিও পারেন। মানুষের চোখে মুখে এখন ভয়ের ছবি দেখা যাচ্ছে। এই ভয় থেকে একটু বাঁচতে এমন কিছু করুন যা আপনার মনকে ভালো রাখবে।

জন্ম-মৃত্যু কোনটাই আমাদের হাতে নয়, তাই যখন যা আসবে আমাদেরকে মেনে নিতেই হবে। তবে আগে থেকে আতঙ্কিত হয়ে শুধু শুধু এই অবসর সময় গুলোকে নষ্ট করবেন না। পরিবারের সঙ্গে থাকুন, গুজবে কান দেবেন না, সতর্ক থাকুন। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের তরফ থেকে যা যা বলা হচ্ছে সবকিছু মেনে নিন। কোন কথার মধ্যেই রাজনৈতিক কোন কারণ খুঁজতে যাবেন না। জানবেন যে দল যা কিছু এখন বলছে সব আপনার ভালোর জন্য।

About Author