Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনে মধ্যেই স্বামীর সঙ্গে ঠিক যা করলেন সানি লিওনি, তা নেট দুনিয়াতে এই মুহূর্তে ভাইরাল

কৌশিক পোল্ল্যে: লকডাউন পর্বটি কারোর কাছে মজার আবার কারোর কাছে তেমনই সাজার। কিছু মানুষ অভাবের তাড়নায় শাকপাতা খেয়ে দিন কাটাচ্ছেন আবার কিছুজন ট্রেন্ড মেনে ডালগোনা কফি বানাচ্ছেন, এটিই তো সারা…

Avatar

কৌশিক পোল্ল্যে: লকডাউন পর্বটি কারোর কাছে মজার আবার কারোর কাছে তেমনই সাজার। কিছু মানুষ অভাবের তাড়নায় শাকপাতা খেয়ে দিন কাটাচ্ছেন আবার কিছুজন ট্রেন্ড মেনে ডালগোনা কফি বানাচ্ছেন, এটিই তো সারা বিশ্বের চেনা চিত্র যার সঙ্গে আমরা সকলেই কমবেশি পরিচিত। ভারতবর্ষের মতো তৃতীয় বিশ্বের দেশ যেখানে অগনিত মানুষ দারিদ্র্যসীমার নীচে বসবাস করেন সেই দেশে উচ্চবিত্ত ও নিম্নবিত্তের ফারাক থাকবে না তা কি হয়!

আলোচনাটা কি খুব গম্ভীর হয়ে গেল? আচ্ছা চলুন এবার অন্য প্রসঙ্গে আসা যাক। বলিউডের ‘বেবিডল’ সানি লিওনি লকডাউনে কেমনভাবে দিন কাটাচ্ছেন তা জানতেই উৎসাহী তার ভক্তরা। পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ খানিকটা সময় দিচ্ছেন সানি। প্রায়দিনই ইনস্টাগ্রামে তাকে লাইভ ভিডিও করতে দেখা যাচ্ছে, যা রীতিমতো এনজয় করছেন মুম্বাই নগরীর ‘ল্যায়লা’।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তিন সন্তান সহ স্বামী ড্যানিয়েলের সঙ্গে এই গৃহবন্দি সময়ে চুটিয়ে মজা করছেন তিনি, সোশ্যালে তুলে ধরছেন সেই সকল বিশেষ মুহূর্তগুলি। লকডাউনের একঘেমেয়ি এবং বিষণ্নতা কাটাতেই স্বামীর সঙ্গে মদের গ্লাসে চুমুক দিলেন সানি। গতকাল রাতে তোলা এই ছবিটি আজ পোস্ট করলেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে স্বামী ড্যানিয়েলের সঙ্গে তিনি একান্তে বসে রয়েছেন এবং টেবিলের সামনে রাখা একটি ওয়াইনের বোতল ও একটি পানীয় ভর্তি গ্লাস।

এতে স্পষ্ট প্রমানিত, নিজের সব ভালোলাগাটুকু ভক্তদের সঙ্গে ভাগ করে নিতেই পছন্দ করেন তিনি। আন্ডারপ্লিভিলেজ শিশুদের জন্য কাজ করে চলা বহু এনজিও সংস্থার সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। অনাথ ও অসহায় শিশুগুলির খাওয়া, পড়া ও মানোন্নয়ের কাজে নিজেকে লিপ্ত রাখতে পছন্দ করেন সানি লিওনি।

তার পোস্ট করা সুন্দর ছবিটি দেখে নিন নীচের ওয়ালে।

 

View this post on Instagram

 

A post shared by Sunny Leone (@sunnyleone) on

About Author