Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রণবীরের সঙ্গে বিয়ের পর ৪ মাসের গর্ভবতী দীপিকা পাড়ুকোন? জানুন খবরের পুরো সত্যতা

ইদানিং কোনো সেলিব্রিটির বিয়ে হলেই তাঁদের ফ্যামিলি প্ল্যানিং নিয়ে শুরু হয়ে যায় গুজব। নব্বইয়ের দশকে এই ঘটনা দেখা যেত পাড়ার কোনও মেয়ের বিয়ে হলে। সেই সময় পাড়ার মাসিমা, কাকিমা, মেয়েটির…

Avatar

ইদানিং কোনো সেলিব্রিটির বিয়ে হলেই তাঁদের ফ্যামিলি প্ল্যানিং নিয়ে শুরু হয়ে যায় গুজব। নব্বইয়ের দশকে এই ঘটনা দেখা যেত পাড়ার কোনও মেয়ের বিয়ে হলে। সেই সময় পাড়ার মাসিমা, কাকিমা, মেয়েটির যাবতীয় আত্মীয়-স্বজন তাকে বিয়ের পরের দিন থেকেই জিজ্ঞাসা করতেন, কবে মেয়েটি মা হবে! একবিংশ শতকে পৃথিবী এগিয়ে গিয়েছে। কিন্তু বর্তমানে মাসিমা, কাকিমাদের এই জিজ্ঞাসাটি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও রণবীর সিং (Ranveer Singh)-ও বাদ পড়েননি। তাঁদের বিয়ের এক বছরের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বারবার গুঞ্জন ছড়িয়েছে, মা হতে চলেছেন দীপিকা। সম্প্রতি নেটদুনিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে সাদা শার্ট পরা দীপিকাকে চুম্বন করছেন কালো টি-শার্ট ও ডেনিম পরিহিত রণবীর। এরপরেই কিছু বি গ্রেডেড ইউটিউব চ্যানেল রটনা শুরু করেছে, এটি নাকি দীপিকা ও রণবীরের ম্যাটারনিটি ফটোশুটের ছবি।

কিন্তু যে কোনও মুদ্রার দুটি পিঠ রয়েছে। অতএব যে কোনও গুঞ্জনেরও রয়েছে দুটি দিক। এখনও অবধি এই ছবিটির অর্ধেক অংশ ভাইরাল হয়েছে। কিন্তু প্রকৃত ছবিতে দীপিকা ও রণবীরের সাথে রয়েছেন অমৃতা সিং (Amrita Singh) ও তাঁর স্বামী আরজে আনমোল (RJ Anmol)। এটি ছিল অমৃতা ও আনমোলের বুক লঞ্চের ঘোষণার ছবি। ছবিতে একদিকে যেমন দীপিকাকে জড়িয়ে ধরে চুম্বন করছেন রণবীর, অপরদিকে তেমনই আনমোল জড়িয়ে ধরে চুম্বন করছেন অমৃতাকে। অমৃতার হাতে রয়েছে তাঁর ও আনমোলের লেখা বই ‘কাপল অফ থিংস’-এর কপি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ছবিতে দীপিকা ও রণবীরের পোশাকের থিম সাদা-কালো। কিন্তু আনমোল ও অমৃতার পোশাকের থিম রঙিন। অমৃতার পরনে রয়েছে লাল রঙের অফ শোল্ডার সিকুইনড ড্রেস। আনমোল পরেছেন কালো রঙের টি-শার্ট ও ট্রাউজার। 2023 সালের ফেব্রুয়ারি মাসে এই বুক লঞ্চ হয়েছিল। সেই ছবির আনমোল ও অমৃতার অংশটি কেটে বাদ দিয়ে দীপিকা ও রণবীরের অংশটিকে ব্যবহার করে অযথা গুজব রটানো হয়েছে। সম্প্রতি ‘কফি উইথ করণ’-এ উপস্থিত হয়েছিলেন রণবীর ও দীপিকা। শোয়ে দীপিকা জানিয়েছেন, তিনি ও রণবীর দুইজনেই বাচ্চা পছন্দ করেন। আগামী দিনে তাঁরাও নিজেদের পরিবার তৈরি করতে চান।

About Author