ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : আমরা সকলেই কমবেশি জানি। কিন্তু কেউই দাবি করতে পারেনা যে, সে সব কিছুই জানে। কারণ একজনের পক্ষে সবকিছু জানাটা সম্ভব হয়না। এমন অনেক ব্যাপার আছে যা তাবড় তাবড় বুদ্ধিমানকেও হার মানায়। তেমনই ভারতের সবচেয়ে বড় পরীক্ষা IAS এর ইন্টারভিউতে এমন কিছু প্রশ্ন করা হয় যেগুলোর উত্তর অনেকেই দিতে পারে না। এমন এমন প্রশ্ন করা হয়, পরীক্ষার্থীরা নিজেরাই চমকে যায়। তো এমন কিছু প্রশ্ন আপনাদের বলবো, যেগুলো শুনলে আপনিও উত্তর দিতে হিমশিম খেয়ে যাবেন। আর যখন তার উত্তর শুনবেন তখন মনে হবে যে এত সহজ ছিল প্রশ্নটা। দেখে নিন এমনই কিছু প্রশ্ন-
প্রশ্নঃ এমন কি জিনিস যা খাওয়া জন্যে কেনা হয় কিন্তু খাওয়া হয় না?
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowউত্তরঃ এই প্রশ্নটির উত্তর কিন্তু খুবই সোজা, কিন্তু অনেকেই জানেন না। এর উত্তর হলো প্লেট।
প্রশ্নঃ মেয়েদের কি এমন রুপ যা সবাই দেখে কিন্তু তাঁর স্বামী দেখতে পায় না?
উত্তরঃ প্রশ্ন শুনে মনে হবে এটা আবার কি ধরণের প্রশ্ন? কিন্তু এর উত্তরটাও কিন্তু খুবই সোজা। এর উত্তর হলো বিধবা রুপ!
প্রশ্নঃ দুটি ঘরে আগুন লেগে ছিল একটা গরীবের ঘর আর একটি বড় লোকের ঘর তাহলে পুলিস কার বাড়ির আগুন নেভাবে?
উত্তরঃ উত্তর কিন্তু খুবই সোজা, কিন্তু খুবই মজাদার। উত্তর হলো, পুলিশ আবার কবে থেকে আগুন নেভাতে শুরু করল?
প্রশ্নঃ কি এমন জিনিস যা ছেলেরা ২০-২৫ মিনিটে ক্লান্ত হয়ে যায় কিন্তু মেয়েরা ক্লান্ত হয় না বলে আবার করব আবার করব?
উত্তরঃ এর উত্তর কিন্তু খুবই সোজা। কিন্তু অনেক বুদ্ধিমানেরও এই প্রশ্নটার উত্তর দিতে পারেননি। এর উত্তর হলো ‘কেনাকাটা’।