দেশনিউজ

দেশের অর্থনীতির ভবিষ্যৎ কেমন? জেনে নিয়ে শেয়ার বাজারে কাজ করুন!

Advertisement
Advertisement

দেশের অর্থনীতির হাল ক্রমশ খারাপ হচ্ছে। বেশ কয়েক মাস ধরে গাড়ি শিল্পে মন্দা দেখা দিয়েছে। মুদ্রাস্ফীতির কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমছে। এমন অবস্থায় আবারও পতন ঘটলো শেয়ার মার্কেটে। যা দেশের অর্থনীতির পক্ষে একটি বড় ধাক্কা বলেই মনে করছে অভিজ্ঞ মহল।

Advertisement
Advertisement

এদিন অর্থনীতির বেহাল দশা আবার প্রকট হয়ে ওঠে সেনসেক্স ও নিফটিতে পতন ঘটলে। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ সেনসেক্সে ৩৯৫ পয়েন্ট ও নিফটিতে ১১২ পয়েন্ট পতন ঘটেছে। শেয়ার মার্কেটের এই পতন প্রভাব ফেলেছে দেশের অন্যান্য ক্ষেত্রেও। এদিন অটোমোবাইল শিল্পে প্রায় ২ শতাংশের কাছাকাছি পতন ঘটেছে। ধাক্কা নেমে এসেছে নামী গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলোতেও।

Advertisement

মারুতি সুজুকি, টাটা মোটরস, অশোক লেল্যান্ড, বাজাজের মতো নামী গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলোতে প্রায় ২ শতাংশের কাছাকাছি শেয়ারের পতন ঘটেছে। যা প্রভাব ফেলেছে দেশের অর্থনীতিতে। শেয়ারের মার্কেটের এই পতনে দেশে অর্থনৈতিক মন্দার আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় কেন্দ্র সরকারের দিকে তাকিয়ে রয়েছে শিল্পমহল।

Advertisement
Advertisement

আগামী শুক্রবার জিএসটি কাউন্সিলের বৈঠক রয়েছে। সেখানে কী কী সিদ্ধান্ত নেওয়া হয় তার উপরই নির্ভর করছে আগামী দিনে দেশের অর্থনীতির ভবিষ্যৎ, এমনটাই মনে করছে অর্থনীতির বিশেষজ্ঞরা।

Advertisement

Related Articles

Back to top button