তড়িৎ ঘোষ : বিশ্বকাপ সেমিফাইনালের পর আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি প্রাক্তন অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিংহ ধোনিকে। টেস্ট ক্রিকেট থেকে কয়েক বছর আগে অবসর নিলেও একদিনের এবং টি-টোয়েন্টি ক্রিকেট খেলেন তিনি। কিন্তু বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ড দলের কাছে হারের পর ক্রিকেট থেকে নিজেকে সাময়িক ভাবে সরিয়ে নেন ধোনি।
ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীকে কয়েকবার ধোনির ভবিষ্যত নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান “ধোনি কবে ভারতীয় দলে ফিরবেন সেই সিদ্ধান্ত ধোনির উপরই ছেড়ে দিয়েছে নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট”। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় দলের হেডস্যার বলেন এবারের আইপিএল খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ধোনি ও অন্যান্য ক্রিকেটারদের কাছে। আইপিএলে ধোনি কেমন প্রদর্শন করবে তার উপর নির্ভর করছে তার ভবিষ্যৎ”।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআগামী বছরের অক্টোবর মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। তাই আইপিএলের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিশ্বকাপের দল গঠনে। ধোনি ও অন্যান্য কিপাররা আইপিএলে কেমন প্রদর্শন করবে সেদিকে নজর থাকবে নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট এর। সেই ইঙ্গিত দিয়ে রাখলেন রবি শাস্ত্রী।