Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Dev: ‘কিশমিশ’-র মহরতের সবচেয়ে প্রিয় মুহূর্ত কি? শেয়ার করলেন দেব

দেবের হাতে রয়েছে এখন অনেক কাজ। কাজ শুরুর আগেই সদ্য ছুটি কাটিয়ে এসেছেন মলদ্বীপ থেকে। একা যাননি বরাবরের মতো এবারেও তাঁর সঙ্গী ছিলেন প্রেমিকা রুক্মিণী। কিছুদিন আগেক ফিরেছেন অভিনেতা তথা…

Avatar

By

দেবের হাতে রয়েছে এখন অনেক কাজ। কাজ শুরুর আগেই সদ্য ছুটি কাটিয়ে এসেছেন মলদ্বীপ থেকে। একা যাননি বরাবরের মতো এবারেও তাঁর সঙ্গী ছিলেন প্রেমিকা রুক্মিণী। কিছুদিন আগেক ফিরেছেন অভিনেতা তথা সাংসদ দেব। কলকাতা ফিরতেই শুরু ব্যস্ত শিডিউল। নিজের প্রযোজনা সংস্থার আসন্ন ছবি ‘কিশমিশ’র শ্যুটিং নিয়ে ব্যস্ত অভিনেতা। শুধু ভ্রমণ সঙ্গী নন পরবর্তী সিনেমার সঙ্গীও রুক্মিণীও। এই নিয়ে জুটি হিসেবে তাঁদের ষষ্ঠ ছবি। এই নতুন সিনেমা পরিচালনার দায়িত্বে রয়েছেন নবাগতা রাহুল মুখোপাধ্যায়।

করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে তাই টলিপাড়া এখন অনেকটাই স্বাভাবিকের পথে।কিছুদিন আগেই এই নতুন ছবির শুভ মহরত সম্পন্ন হয়েছে। শোনা গিয়েছে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে চলতি বছরের দুর্গাপুজোয় মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই ছবি। এটি তাঁর নিজের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের অষ্টম ছবি হবে। কিশমিশ’এর যৌথ প্রযোজনার দায়িত্বে রেয়েছে এমকে মিডিয়া। দেব, রুক্মিনী ছাড়াও অনান্য ভূমিকায় থাকবেন খরাজ মুখোপাধ্যায়, জুন মালিয়া, অঞ্জনা বসু। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দু দিন আগেই এই সিনেমার শুভ মহরত হয়ে গেল এই ছবির। এই ছবির প্রত্যেকে উপস্থিত ছিলেন। তবে দেবের খুব স্পেশাল একজন ও এই মহরতে অভিনেতার সঙ্গী ছিলেন। তিনি আর কেউ নন অভিনেতার মা। এই শুভ দিনে নিজের মায়ের সঙ্গে একটি সুন্দর মুহূর্তকে লেন্সবন্দি করলেন অভিনেতা। আর সেই সুন্দর মুহূর্ত নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, মাকে জড়িয়ে ধরে রয়েছেন দেব। আর মায়ের হাতে ধরিয়েছেন ক্ল্যাপস্টিক। দু’জনের চোখ এই ক্যামেরার দিকে। ছেলের আনন্দ দেখে মায়ের ঠোঁটে হালকা মিষ্টি হাসি। ছেলের সাফল্যে তিনি যে কতটা খুশি তা এই ছবি বলে দিচ্ছে। এই সুন্দর ছবিরে ক্যাপশনে তিনি লিখেছেন, “ছবির মহরত থেকে আমার প্রিয় মুহূর্ত।” সঙ্গে #কিশমিশ।

বহু দিন ধরেই এই ছবি নিয়ে কথা চললেও লকডাউন সহ বিভিন্ন কারণে কাজ শুরু হয়নি। তবে অবশেষে শুরু হওয়ার পথে ২০১৯-এ পাসওয়ার্ড এর পর ফের ন পর্দায় ফিরছেন দর্শকদের প্রিয় জুটি। বহু বছর ধরে এরা প্রেম করলেও ২০১৭ সালে চ্যাম্প সিনেমা দিয়ে রুপোলি পর্দাতে পথ চলা শুরু। এই নতুন ছবিতে বিভিন্ন সময়ের প্রেম তুলে ধরা হবে। ভালোবাসার ধরন এখন অনেকটাই বদলে গিয়েছে সেই বদলটাই এই ছবিতে দেখানো হবে।

About Author