Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সিগারেটকে বাংলায় কি বলে? ৯৯% মানুষ বলতে পারেন না উত্তরটা

অনেক সময় অনেক জিনিসের ইংরেজি অর্থ জানলেও আমরা তার বাংলা অর্থ হয়তো জানিনা। তবে এরকমই কিছু শব্দ হঠাৎ করে আমাদের ভাবতে বাধ্য করতে পারে। অনেক সময় পরীক্ষার ইন্টারভিউতেও কিন্তু এই…

Avatar

অনেক সময় অনেক জিনিসের ইংরেজি অর্থ জানলেও আমরা তার বাংলা অর্থ হয়তো জানিনা। তবে এরকমই কিছু শব্দ হঠাৎ করে আমাদের ভাবতে বাধ্য করতে পারে। অনেক সময় পরীক্ষার ইন্টারভিউতেও কিন্তু এই ধরনের ইংরেজি শব্দের বাংলা অর্থ জিজ্ঞেস করতে দেখা যায়। অনেক সময় এরকম হয় যে এই সমস্ত কথার বাংলা অর্থ না জানা থাকলে আপনাকে পড়তে হয় বিভ্রান্তিতে। সরকারি চাকরির ইন্টারভিউতে এই ধরনের প্রশ্ন অত্যন্ত কমন। সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে উপস্থিত বুদ্ধি পরীক্ষা নেওয়া হয় এই সমস্ত প্রশ্নের মাধ্যমে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সরকারি চাকরির ইন্টারভিউতে আসতে পারে এমন কিছু প্রশ্ন এবং তার উত্তর।

প্রশ্ন – সিগারেটকে বাংলায় কি বলে?
উত্তর – সিগারেট কে বাংলায় বলা হয় – ধূমপান দন্ড

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রশ্ন – কোন দেশে মাত্র চল্লিশ মিনিট রাত্রি থাকে?
উত্তর – নরওয়ে

প্রশ্ন – যদি কোন মানুষ ৮ না ঘুমান তাহলে তিনি বাঁচতে পারবেন কি?
উত্তর- তিনি অবশ্যই বাঁচতে পারবেন কারণ মানুষ দিনে নয় রাতে ঘুমায়।

প্রশ্ন – বিশ্বের কোন দেশের রাষ্ট্রপতির মেয়াদ এক বছর?
উত্তর – সুইজারল্যান্ড

প্রশ্ন – আইনজীবীরা কেন সবসময় কালো কোট পরেন?
উত্তর – কালো কোট পরলে শৃঙ্খলাবদ্ধ এবং আত্মবিশ্বাসী দেখায় যেকোনো মানুষকে

প্রশ্ন – একজন মানুষের ব্রেনের ওজন কত গ্রাম?
উত্তর – ১.৩ কেজি

প্রশ্ন – একজন মানুষের চোখের ওজন কত?
উত্তর – একজন মানুষের চোখের ওজন মাত্র ৮ গ্রাম

প্রশ্ন – জলের স্রোত থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তার নাম কি?
উত্তর – হাইড্রো ইলেকট্রিসিটি

প্রশ্ন – মানুষের হৃদপিন্ডের ওজন কত?
উত্তর – মানুষের হৃদপিন্ডের ওজন ২৫০-৩৫০ গ্রাম

প্রশ্ন – মনসুন শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে?
উত্তর – আরবি শব্দ ভান্ডার থেকে

প্রশ্ন – ভিয়েতনামের মুদ্রার কি নাম?
উত্তর – ভিয়েতনামের মুদ্রার নাম ডং

About Author