Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পাক ও চিন সেনাবাহিনীর বিরুদ্ধে যা করলো ভারত, শোরগোল গোটা বিশ্ব!

অরূপ মাহাত: কাশ্মীর ইস্যুতে ভারত পাক দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। সীমান্তে নিয়মিত চলছে গুলির লড়াই। এরই মাঝে ভারতের চিন্তা বাড়িয়েছে চিনের সেনাবাহিনীর কার্যকলাপ। তাই এই দুই দেশের সেনাবাহিনীর উপর নজরদারি…

Avatar

অরূপ মাহাত: কাশ্মীর ইস্যুতে ভারত পাক দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। সীমান্তে নিয়মিত চলছে গুলির লড়াই। এরই মাঝে ভারতের চিন্তা বাড়িয়েছে চিনের সেনাবাহিনীর কার্যকলাপ। তাই এই দুই দেশের সেনাবাহিনীর উপর নজরদারি চালাতে ‘রিয়েল টাইম’ স্যাটেলাইটের ব্যবহার করার কথা ভাবছে ভারত। মূলত বিএসএফ, এসএসবি ও আইটিবিপি সেনা জওয়ানদের সুবিধার কথা ভেবে এই সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র সরকার।

এই স্যাটেলাইটের মাধ্যমে যেমন পাকিস্তান ও চিনের সেনাবাহিনীর উপর নজর রাখা যাবে, তেমনই সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতেও এই স্যাটেলাইটের সাহায্য নেওয়া যেতে পারে। এছাড়াও, এই স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের সাথে যোগাযোগ রাখা যাবে এবং সীমান্ত এলাকার মানচিত্র বুঝতেও সুবিধা হবে। এমনকি, কোন দেশের সেনাবাহিনী ভারতের সীমান্তের দিকে এগিয়ে এলে তাদের যাবতীয় তথ্য পাওয়া যাবে এই স্যাটেলাইট ব্যবহার করে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

খুব সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছে বিএসএফ, আইটিবিপি, এসএসবি ও ইসরোর অফিসারদের। সেখানেই এই স্যাটেলাইট ব্যবহারের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এই প্রস্তাব এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও কেন্দ্র সরকার বিষয়টিকে গুরুত্ব সহকারে চিন্তাভাবনা করছে বলে সূত্রের খবর।

About Author