Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

NRC এর তালিকায় নাম না থাকলে কি হবে? কি জানালেন অমিত শাহ?

আগামী ৩১ আগস্ট প্রকাশিত হবে অসমে জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) চূড়ান্ত তালিকা। তার আগেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে নাগরিক পঞ্জির সংশোধন নিয়ে এই মুহূর্তে আর কোনরকম আবেদন করা যাবে না।…

Avatar

আগামী ৩১ আগস্ট প্রকাশিত হবে অসমে জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) চূড়ান্ত তালিকা। তার আগেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে নাগরিক পঞ্জির সংশোধন নিয়ে এই মুহূর্তে আর কোনরকম আবেদন করা যাবে না। যা নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে অসমে। বহু মানুষ আশঙ্কায় ভুগছে। জাতীয় নাগরিক পঞ্জিতে নাম না কি করবে তারা- এই নিয়ে দিশেহারা অসমবাসী। এরই মাঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আশ্বাসে কিছুটা হলেও অসমে।

এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের আগে একটি সমীক্ষা বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সেই বৈঠকে উপস্থিত ছিলেন অসমের মূখ্যমন্ত্রী, মূখ্য সচিব ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। এই বৈঠকের শেষে অমিত শাহ সাংবাদিকদের জানান, অসমে এনআরসি-র চূড়ান্ত তালিকায় যাদের নাম থাকবে না, তাদের চিন্তার কিছু নেই। তারা যাতে পুনরায় আবেদন করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেবে অসম সরকার। জাতীয় নাগরিক পঞ্জি থেকে নাম বাদ গেলে অসমের নাগরিকরা যাতে বিদেশি ট্রাইব্যুনালে পুনরায় আবেদন করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে অসমের মূখ্যমন্ত্রীকে পরামর্শ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author