Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সুশান্তের পরিবার প্রেমিকা রিয়াকে নিয়ে কী বললেন? উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রায় এক সপ্তাহ হতে চললো পৃথিবী ছেড়ে চলে গেছেন জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার এই অকাল মৃত্যুর পেছনে সমস্ত ব্যক্তিগত ও পেশাগত কারণ খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। জানা গিয়েছে…

Avatar

প্রায় এক সপ্তাহ হতে চললো পৃথিবী ছেড়ে চলে গেছেন জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার এই অকাল মৃত্যুর পেছনে সমস্ত ব্যক্তিগত ও পেশাগত কারণ খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। জানা গিয়েছে এখনো পর্যন্ত মোট ১৫ জনকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যাদের মধ্যে রয়েছে তার প্রেমিকা রিয়া চক্রবর্তী।

বৃহস্পতিবার টানা ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর উঠে এসেছে নানান তথ্য। রিয়া জানিয়েছেন সুশান্তের পরিবারের তরফ থেকে তার উপস্থিতি ঘিরে আপত্তি ছিল। এমনকি সুশান্তের শেষ যাত্রাতেও তাকে থাকতে বারণ করা হয়েছিল। এই কারণে হাসপাতালের মর্গ থেকেই শেষ বিদায় জানিয়ে ছিলেন সুশান্তকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও জানা গিয়েছে যে সুশান্তের পরিবার থেকে রিয়াকে মেনে নেওয়া হয়নি। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় সুশান্তের দুই দিদি ইনস্টাগ্রামে করতেন না রিয়াকে। তবে বান্ধবী কৃতি শ্যাননকে দুজনেই ফলো করতেন। তেমনভাবে কৃতিও তাদের ছবিতে কমেন্ট ও লাইক করতেন।

অন্যদিকে পিঙ্কভিলা সূত্রে খবর চলতি বছরের নভেম্বরে বিয়ে করতেন সুশান্ত ও রিয়া। সেই জন্য নতুন ফ্ল্যাট কেনারও পরিকল্পনা করেছিলেন তারা। রিয়ার ফোন স্ক্যান করে সমস্ত ছবি, ভিডিও ও কল রেকর্ড সংগ্রহ করেছে তদন্তকারী অফিসাররা। যদিও একসাথেই থাকতেন তারা তবে কিছুদিন আগে ঝামেলার কারণে সুশান্তের অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যান রিয়া।

রিয়ার মতে বেশ কিছুদিন ধরেই সুশান্তের আচরণে পরিবর্তন এসেছিল। তার অ্যাপার্টমেন্ট ছেড়ে গেলেও দিদি মিতু সিং কে জানিয়েছিলেন সবটা। এমনকি সুশান্তের সাথে এসে থাকার অনুরোধও করেছিলেন। মানসিক অবসাদের চিকিৎসা চললেও সুশান্ত ওষুধ খেতে রাজি হতেন না এই বিষয়েও পুলিশকে জানিয়েছেন রিয়া।

About Author