Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘আমার ৮০ শতাংশ দৃশ্যই ছেঁটে ফেলেছিলেন’, মণিকর্নিকা সিনেমা ছেড়ে বেরিয়ে আসার কারণ জানালেন সোনু সুদ

আপনি কি জানেন'মণিকর্নিকা' মুভিতে সোনু সুদের অভিনয় করার কথা ছিল? কিন্তু শ্যুটিং এর পরেও তাঁকে এই ফিল্মে দেখা যায় নি কেন? আমরা জানি যে কঙ্গনা নিজেই এই সিনেমার পরিচালনার ভার…

Avatar

আপনি কি জানেন’মণিকর্নিকা’ মুভিতে সোনু সুদের অভিনয় করার কথা ছিল? কিন্তু শ্যুটিং এর পরেও তাঁকে এই ফিল্মে দেখা যায় নি কেন? আমরা জানি যে কঙ্গনা নিজেই এই সিনেমার পরিচালনার ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন একসময়। পরিচালক কৃষের সঙ্গে কঙ্গনার বিতর্ক হলে কঙ্গনা একাই এই ফিল্মটির দ্বায়িত্ব নেন। কিন্তু সোনু সুদের এই সিনেমা ছেড়ে বেড়িয়ে আসার কারণ কী থাকতে পারে?

এই ব্যপারে সোনু নিজেই জানিয়েছেন যে কঙ্গনা সিনেমায় তাঁর ৮০ শতাংশ দৃশ্যই ছেঁটে ফেলেছিলেন এবং তিনি নিজেই মাঝপথে সিনেমা ছেড়ে চলে যান। সোনু এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমি কঙ্গনাকে আঘাত দিতে চাই না। ও বেশ কিছু দিন আমার ভালো বন্ধু ছিল। কিন্তু আমি যদি ওই সিনেমার ব্যাপারে কথা বলি, তাহলে আমরা বেশ কিছু অংশ শ্যুটিং করে ফেলেছিলাম। আমি পরিচালককে জিজ্ঞাসা করেছিলাম, আমাকে আর শ্যুটিং করতে হবে কিনা। এর জবাবে পরিচালক বলেন, তিনি আর এই সিনেমার অংশ নন।” পরিচালক এমনই মেল পেয়েছেন কঙ্গনার থেকে তা তিনি স্পষ্ট করে জানান। এরপর সোনু কঙ্গনাকে এই ব্যপারে জিজ্ঞাসা করলে কঙ্গনা জানান যে এখন থেকে তিনি নিজে এই সিনেমার পরিচালনা করবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই প্রসঙ্গে সোনু এও জানান যে, “কঙ্গনা আমার সহায়তাও চেয়েছিল।আমি বলেছিলাম, সাহায্য অবশ্যই করব। কিন্তু পরিচালককে ফিরিয়ে আনতে হবে। কারণ, এই সিনেমা নিয়ে প্রচুর পরিশ্রম করেছেন। কিন্তু কঙ্গনা আমার কথা মানেনি।”

এছাড়াও সোনু বলেছেন, ‘যখন আমি সিনেমার দৃশ্য দেখলাম, তখন জানতে পারলাম যে, আমি যে দৃশ্যে অভিনয় করেছিলেন, তা সিনেমায় নেই। আমার ৮০ শতাংশ দৃশ্যই কেটে দেওয়া হয়েছিল। এরপর আমি আবার কঙ্গনার সঙ্গে কথা বলি। তখন ও জানায় যে, ও ভিন্নভাবে শ্যুটিং করতে চায়। আমি বলি, আমি এতে স্বচ্ছন্দ নই। কারণ, আমি প্রথম কাহিনী ও পরিচালকের জন্য সিনেমায় কাজ করতে সম্মত হয়েছিলাম। এখন এই প্রোজেক্টে কাজ করতে চাই না’।

About Author