Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সুখবর! রাজ্যে ফের একবার দৈনিক সংক্রমণের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে সুস্থতার সংখ্যা

কলকাতা: দেশে করোনা পরিস্থিতি ভালর দিকে হলেও রাজ্যে পুজোর আগে থেকেই করোনা পরিস্থিতি উদ্বেগজনক ছিল। সেই ধারা একইভাবে পুজোতেও অব্যাহত থাকতে দেখা গিয়েছে। কিন্তু পুজো শেষ হতেই বা বলা ভাল…

Avatar

কলকাতা: দেশে করোনা পরিস্থিতি ভালর দিকে হলেও রাজ্যে পুজোর আগে থেকেই করোনা পরিস্থিতি উদ্বেগজনক ছিল। সেই ধারা একইভাবে পুজোতেও অব্যাহত থাকতে দেখা গিয়েছে। কিন্তু পুজো শেষ হতেই বা বলা ভাল মা দুর্গা কৈলাসে পাড়ি দিতেই বেশ খানিকটা বদল ঘটে রাজ্যের করোনা চিত্রের। রাজ্যে কমে করোনার দৈনিক সংক্রমণ। এমনকি বাড়ে সুস্থতার হারও। এমনকি দৈনিক সংক্রমণের সংখ্যার থেকে বাড়ে সুস্থতার সংখ্যা। আর এবার ফের একবার সেই একই ধারা অব্যাহত রইল। অর্থাৎ, রাজ্যে ফের একবার দৈনিক সংক্রণের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে সুস্থতার সংখ্যা।

রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৩,৯৯৩ জন। এ নিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনায় আক্রান্ত হযেছে ৩,৭৩,৬৬৪ জন। অন্যদিকে, রাজ্যে এখনও পর্যন্ত করোনামুক্ত হয়েছে ৩,২৯,৯৩৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছে ৪,০৪৯ জন। অর্থাৎ, গত একদিনে সুস্থ হওয়ার সংখ্যা ছাপিয়ে গিয়েছে আক্রান্তের সংখ্যাকে। এদিকে রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছে ৫৭ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হযেছে ৬,৮৪১ জন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতি চিকিৎসকদের চিন্তা বাড়িয়েই চলেছে। গত একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছে ৯৩১ জন। মৃত্যু হয়েছে ১৬ জনের। সব মিলিয়ে এখনও পর্যন্ত কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা মোট ৮১,২৮৮ জন। আর মোট মৃত্যু ২,২০৬ জনের। এদিকে উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৯২৬ জন। মৃত্যু হয়েছে ১৬ জনের। এ নিয়ে এখনও পর্যন্ত উত্তর ২৪ পরগনায় মোট করনায় আক্রান্ত হযেছে ৭৬,২২৯ জন।

About Author