কলকাতা : গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার সারদিন বৃষ্টি চলেছে কলকাতা জুড়ে। কিন্তু মঙ্গলবার সারাদিন বৃষ্টির পরে বুধবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআজ সকাল থেকেই কলকাতায় ছিলো মেঘলা আকাশ ও মাঝে মাঝে চলছে হালকা বৃষ্টি। তবে গত বছরের তুলনায় এবছর বৃষ্টির পরিমাণ গড়ে স্বাভাবিকের থেকে ১০ শতাংশের বেশি। এমনকি দক্ষিণ ও মধ্য ভারতেও আগের বছরের তুলনায় এই বছর বেশি বৃষ্টি হয়েছে বলে মত আবহাওয়া দপ্তরের।
হিমালয় সংলগ্ন এলাকায় মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকার কারণে আজ থেকে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার অনেক জায়গাতেই বেড়েছে বৃষ্টির পরিমাণ। এমনকি বেশি বৃষ্টির জন্য আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে কমলা বা লাল সতর্কবার্তা জারি করেছে, কিন্তু আপাতত নেই বন্যার আশঙ্কা।