আর কিছুক্ষণের মধ্যে ঝেঁপে নামবে বৃষ্টি

আবহাওয়া দপ্তর এর রিপোর্ট অনুযায়ী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

Advertisement

Advertisement

বাংলার ভোটের অষ্টম দফা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, কিন্তু তবুও বাংলার আকাশে বৃষ্টির ছিটেফোঁটাও নেই। ভোটের পারদ যেমন ছিল চড়া তাপমাত্রার পারদও ছিল একইভাবে চড়া। কিন্তু এবার ভোট উৎসব শেষে এবারে স্বস্তির বাণী শোনাল আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার অষ্টম দফার নির্বাচন শেষ হওয়ার পরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রাজ্যবাসী। তার মধ্যে খুশির খবর শোনাল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের খবর আজ অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার থেকে আগামী বেশ কয়েক দিনের জন্য বৃষ্টিপাত হতে চলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এতদিন ধরে শহরের তাপমাত্রা ছিল অনেকটা ঊর্ধ্বমুখী।পাশাপাশি আপেক্ষিক আদ্রতা অনেকটা বেশি থাকার কারণে অস্বস্তিকর পরিবেশ ছিল। দক্ষিণবঙ্গের হাতেগোনা কয়েকটি জেলায় কিছুটা ঝড়ো হাওয়া এবং ছিটেফোঁটা বৃষ্টিপাত দেখা গিয়েছে।

Advertisement

কলকাতায় ১-২ পশলা বৃষ্টি আমরা দেখেছি। কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার, শনিবার এবং রবিবার কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা তেমন একটা পরিবর্তন হবে না কিন্তু বিকেলের পর শহরের তাপমাত্রা পরিবর্তিত হতে পারে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বিকেলের পর হালকা ঝড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এবারে অস্বস্তিকর গরমে থেকে কিছুটা স্বস্তি পাবেন রাজ্যবাসী।

Advertisement