২ মে ফলপ্রকাশ! বাংলার মানুষ কোন কেন্দ্রের কোন প্রার্থীকে চাইছে

বাংলা বিধানসভা নির্বাচনে মোট ২৯৪ আসনের জন্য লড়াই হয়েছে

Advertisement

Advertisement

একুশে বাংলা বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। গতকাল শেষ দফার অর্থাৎ অষ্টম দফার নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এবারের বাংলা বিধানসভা নির্বাচনে মোট ২৯৪ আসনের জন্য লড়াই হয়েছে। তবে এবারের নির্বাচনে যে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা বোঝা গেছিল অনেকদিন আগে থাকতেই। বিজেপি একদিকে যেমন তাদের প্রস্তুতিতে কোন কমতি রাখেনি ঠিক তেমন তৃণমূল কংগ্রেস জেতার জন্য ভোটপ্রচারে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছেন। আগামী ২ মে আছে ভাগ্যপরীক্ষা। এদিন জানা যাবে কে হবে বাংলার শাসক? মোদি ম্যাজিক না মমতা ম্যাজিক জিতবে?

Advertisement

এরইমধ্যে বাংলায় বিভিন্ন হেভিওয়েট আসলে কারা জিতবে সেই নিয়ে জল্পনা চলছে। বুথ ফেরত মানুষ তাদের রায় দিয়েছে বিভিন্ন জনমত সমীক্ষায়। কিছু কিছু জনমত সমীক্ষা একদিকে যেমন বলছে এবার এগিয়ে বাংলার মেয়ে আবার কিছু জনসমীক্ষা আবার বলছে এবারে বাংলায় গেরুয়া ঝড় উঠতে পারে।। এই পরিস্থিতিতে এটা স্পষ্ট যে তৃণমূল বিজেপির মধ্যে কাঁটায় কাঁটায় লড়াই হবে। তবে মানুষের বিচার শুনে কিছু কিছু হেভিওয়েট আসনে কে জিততে পারে বা কে এগিয়ে আছে তার একটি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

Advertisement

নতুন পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে একুশে বিধানসভা নির্বাচনের সবচেয়ে হেভিওয়েট কেন্দ্র নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় জেতার সম্ভাবনা বেশি আছে। এই কেন্দ্রে মমতার বিপক্ষে ছিলেন হেভিওয়েট বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকবেন বলে আশা করছে বাংলার মানুষ।

Advertisement

এরপর আসুন একনজরে দেখে নিন কোন কেন্দ্রে কোন প্রার্থী এগিয়ে আছে (জনসাধারণের মতে):

  • বালি: বৈশালী ডালমিয়া (বিজেপি)
  • সিঙ্গুর: রবীন্দ্রনাথ ভট্টাচার্য (বিজেপি)
  • বোলপুর: চন্দ্রনাথ সিনহা (তৃণমূল)
  • রাজারহাট গোপালপুর: অদিতি মুন্সি (তৃণমূল)
  • রাজারহাট নিউটাউন: তাপস চট্টোপাধ্যায় (তৃণমূল)
  • কামারহাটি: মদন মিত্র (তৃণমূল)
  • দমদম উত্তর: অর্চনা মজুমদার (বিজেপি)
  • কৃষ্ণনগর উত্তর: মুকুল রায় (বিজেপি)
  • শিলিগুড়ি: অশোক ভট্টাচার্য (সংযুক্ত মোর্চা সিপিএম)
  • হাবরা: রাহুল সিনহা (বিজেপি)
  • ভাটপাড়া: পবন সিংহ (বিজেপি)
  • নৈহাটি: পার্থ ভৌমিক (তৃণমূল)
  • বিধাননগর: সব্যসাচী দত্ত (বিজেপি)
  • বারাসাত: শঙ্কর চট্টোপাধ্যায় (বিজেপি)
  • কসবা: জাবেদ আহমেদ খান (তৃণমূল)
  • যাদবপুর: দেবব্রত মজুমদার (তৃণমূল)
  • টালিগঞ্জ: অরূপ বিশ্বাস (তৃণমূল)
  • বেহালা পূর্ব: রত্না চট্টোপাধ্যায় (তৃণমূল)
  • বেহালা পশ্চিম: পার্থ চট্টোপাধ্যায় (তৃণমূল)
  • কলকাতা বন্দর: ফিরহাদ হাকিম (তৃণমূল)
  • ভবানীপুর: শোভনদেব চট্টোপাধ্যায় (তৃণমূল)
  • বালিগঞ্জ: সুব্রত মুখোপাধ্যায় (তৃণমূল)
  • বেলেঘাটা: পরেশ পাল (তৃণমূল)
  • জোড়াসাঁকো: মিনাদেবী পুরোহিত (বিজেপি)