নিউজরাজ্য

West Bengal Weather Report: আজও রাজ্যে ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা, দেখে নিন কিরকম আবহাওয়া থাকবে রাজ্যে

আজ শুক্রবার রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে

Advertisement
Advertisement

কলকাতায় মৌসুমের প্রথম কালবৈশাখী। দমদম এবং আলিপুরে জোড়া কালবৈশাখী দেখল কলকাতা। গতকাল বৃহস্পতিবার রাত্রি ১০:৫২ মিনিটে দমদমে ৬৪ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ো হাওয়া বইতে শুরু করে। একইসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই ঝড়কে কালবৈশাখী বলেই জানানো হয়েছে। বৃহস্পতিবার পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে দমদমের উপর দিয়ে। একটু কম গতিবেগ হলেও কালবৈশাখী হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের রেকর্ডে। কলকাতার আলিপুরে গতকাল বৃহস্পতিবার রাত ১০ঃ৩৭ মিনিটে ৪৮ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়েছে। এটি উত্তর-পশ্চিম দিক থেকে এসে এক মিনিট পর্যন্ত স্থায়ী ছিল।

Advertisement
Advertisement

শুক্রবার রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টি সম্ভাবনাও থাকছে আজ। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। মরশুমের প্রথম জোড়া কালবৈশাখী হয়েছে কলকাতায় বৃহস্পতিবার। শুক্রবারে কালবৈশাখীর মতো পরিস্থিতি হবার সম্ভাবনা রয়েছে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গের রবিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং হালকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে আগামী ২৪ ঘন্টায় ৪০ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলা বৃষ্টি সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Advertisement

দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎসহ ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে শিলা বৃষ্টি এমন কি বজ্রপাতের আশঙ্কা থাকছে। দু-এক জায়গায় কালবৈশাখির মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। শনিবার থেকে ঝড়ের গতিবেগ কিছুটা কমবে, তবে বৃষ্টির পরিমাণ বাড়বে। শনি এবং রবিবার দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি আশঙ্কা রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button