আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে বীরভূম ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। এদিকে রাজ্যে বেশ কয়েকদিন ধরে চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গেও ক্রমাগত বৃষ্টিপাত হয়ে চলেছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২-৩ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের দুটি জেলা মুর্শিদাবাদ ও বীরভূমে বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
এদিকে দক্ষিণবঙ্গ ছাড়াও আগামী কয়েকদিন উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় এই বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়া এদিন আগামী কয়েক ঘন্টায় দক্ষিণবঙ্গের দুটি জেলায় বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে।