কিছুক্ষনের মধ্যেই ধেয়ে আসছে তুমুল বৃষ্টি, জানুন কোন জেলাতে কি পরিস্থিতি

বেশ কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে বৃষ্টিপাত হয়েই চলেছে। বেশ কয়েক জায়গাতে ধসের সম্ভাবনা আছে।

Advertisement

Advertisement

ফের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী দুই  থেকে তিন ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের মালদহ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার আগামী তিনদিনের মধ্যে দার্জিলিং, কালিম্পঙ, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Advertisement

Advertisement

বেশ কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে বৃষ্টিপাত হয়েই চলেছে। বেশ কয়েক জায়গাতে ধসের সম্ভাবনা আছে। তাই প্রশাসনের তরফ থেকে জারি করা হয়েছে সতর্কতা। আর দক্ষিণবঙ্গের পরিস্থিতি সম্পর্কে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Advertisement

আগামী তিনদিনের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।  ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।  বৃষ্টি হলেও আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।