Categories: নিউজ

চীনের ওপর নজরদারি চালাচ্ছে ভারত, প্যাংগং লেকে হাই স্পিড বোট পাঠাচ্ছে ভারত

দুই পক্ষের মধ্যেই দীর্ঘক্ষণ বৈঠক চলার পর দুই দেশই শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে চেয়েছে। কিন্তু চীন সীমান্তে বিশেষত প্রকৃত নিয়ন্ত্রণরেখাতে বারবার সামরিক সেনা বাহিনী বাড়িয়ে চলেছে।

Advertisement

Advertisement

ভারত-চীন সংঘর্ষকে কেন্দ্র করে এখনও উত্তপ্ত লাদাখের গালওয়ান উপত্যকা। দুই পক্ষের মধ্যেই দীর্ঘক্ষণ বৈঠক চলার পর দুই দেশই শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে চেয়েছে। কিন্তু চীন সীমান্তে বিশেষত প্রকৃত নিয়ন্ত্রণরেখাতে বারবার সামরিক সেনা বাহিনী বাড়িয়ে চলেছে। তবে এর পরিপ্রেক্ষিতে ভারত ও কিন্তু বসে নেই। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য এগিয়ে রয়েছে ভারত।

Advertisement

আর তাই জন্য সীমান্তে চীনের গতিবিধির ওপর নজর রাখতে পূর্ব লাদাখের প্যাংগং সো-তে প্রায় এক ডজন হাইস্পিড ইন্টারসেপ্টর বোট পাঠানোর সিদ্ধান্ত নিল প্রতিরক্ষা মন্ত্রক। সেনা সূত্রে জানা গিয়েছে, লাদাখে এই বোটগুলি পাঠাতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এত অধিক উচ্চতায় বোট নিয়ে যেতে পরিবহনের ক্ষেত্রে সমস্যা আছে। আবার বোটগুলিকে সি-১৭ গ্লোবমাস্টার-৩ বিমানের মাধ্যমে লেহ পর্যন্ত নিয়ে যেতে হবে। এরপর প্যাংগং পর্যন্ত সড়কপথে নিয়ে যেতে অনেক সময় লাগবে।

Advertisement

এদিকে কেন্দ্রীয় সূত্রের তরফে জানা গিয়েছে, ১৩৪ কিমি দীর্ঘ প্যাংগং লেকের দুই-তৃতীয়াংশই চীনের দখলে রয়েছে। আর এই এলাকা নিজেদের বলে দাবি করছে চীন। এই নিয়ে দুই দেশের মধ্যে বিবাদ ও চলছে। কারণ চীনা সেনাদের বাধায় ফিঙ্গার-৪ থেকে ফিঙ্গার-৮ অঞ্চলের মধ্যে প্যাট্রলিং করতে পারছে না ভারত। আগে ২০১২-১৩ সালে ১৪ হাজার ফুট উচ্চতায় অবস্থিত প্যাংগং সো-তে ১৭ টি কুইক রিয়্যাকশন টিমকে নজরদারি চালানোর জন্য মোতায়েন করেছে ভারত। কিন্তু এখন সেই বাহিনীর সংখ্যা আরও বাড়ানোর প্রয়োজন হয়ে পড়েছে। তাই দ্রুত বেশি সংখ্যক হাই স্পিড ইন্টারসেপ্টর বোট মোতায়েন করার ভাবনা নিয়েছে ভারত।

Advertisement

Recent Posts