ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী। এই গরমের হাত থেকে বাঁচতে আজ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে শনিবার। শনিবার সন্ধ্যার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলিতে বৃষ্টি হতে পারে। এর সাথেই হতে পারে ঝড়।
বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকার জন্যে আদ্রতা জনিত অস্বস্তি বেড়েছে রাজ্য জুড়ে। তার থেকে স্বস্তি মিলতে পারে আজ সন্ধ্যার পর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে সপ্তাহ শেষে দক্ষিনবঙ্গে হতে পারে বৃষ্টি। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বাধিক ৮৭% এবং সর্বনিম্ন ৬০%। গতকাল কলকাতার সর্বনিম্ন ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিনবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে।