স্টাফ রিপোর্টার: বিগত কয়েক দিন ধরেই কখনো রোদ আবার কখনো বৃষ্টির দেখা মিলছে, সাথে বইছে ঝোড়ো হাওয়া, আগামী তিন চারদিনেও এর বদল ঘটবে না৷ তিন-চারদিন রাজ্যে প্রবল ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবাংলাদেশ এবং হরিয়ানায় সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্তের সংযোগকারী অক্ষরেখা বিস্তৃত রয়েছে রাজ্যের উপরে। আগামী দুই দিনের মধ্যে হতে পারে কালবৈশাখী, এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দফতর সূত্রে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ঝড় এবং ভারী বৃষ্টির সম্ভাবনার কথা ব্যক্ত করা হয়েছে।
আগামী তিন চারদিন যেসব স্থানে ভারী বৃষ্টি সম্ভাবনার কথা জানানো হয়েছে সেগুলি হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি। তিন বঙ্গের হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৫০ – ৬০ কিমি।