Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

টানা ৪ দিন যেসব জায়গায় চলবে ঝেঁপে বৃষ্টি

দ্বিতীয় ইনিংসে ঝোড়ো ব্যাটিং শুরু করেছে বর্ষা। প্রথম দফায় যেটুকু ঘাটতি ছিল তা মেটাতেই এবার কোমর বেঁধে মাঠে নামতে চলেছে বর্ষা। আর একে যোগ্য সঙ্গত দিচ্ছে একের পর এক তৈরি…

Avatar

দ্বিতীয় ইনিংসে ঝোড়ো ব্যাটিং শুরু করেছে বর্ষা। প্রথম দফায় যেটুকু ঘাটতি ছিল তা মেটাতেই এবার কোমর বেঁধে মাঠে নামতে চলেছে বর্ষা। আর একে যোগ্য সঙ্গত দিচ্ছে একের পর এক তৈরি হওয়া নিম্নচাপ। যার জেরে টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় আবহাওয়া দফতর গেরুয়া সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গের জেলা গুলোতে।

এবারের নিম্নচাপ সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দক্ষিণবঙ্গের জেলা গুলোতে হলুদ সতর্কতা জারি করে আবহাওয়া দফতর। পরে উদ্বেগ বাড়লে গেরুয়া সতর্কতা জারি করা হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে যে, ২৪ শে আগস্ট, সোমবার থেকে থেকে বৃহস্পতিবার ২৭ শে আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে, ২৬ শে আগস্ট, বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে যে, রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে। অন্যদিকে, মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ সংলগ্ন জেলা গুলোতে। এক টানা বেশ কয়েক দিন চলা এই অতি বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন আবহবিদরা। ফলে, আগামী ২৭ শে আগস্ট পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে মৎস্যজীবীদের নিষেধ করেছে প্রশাসন। আবহাওয়া দফতর সূত্রে খবর, মূলত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই টানা বৃষ্টির ফলে সুন্দরবন থেকে শুরু করে শহরাঞ্চলের নিচু জায়গাগুলি জলমগ্ন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সমস্ত এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে প্রশাসন।

About Author