নিউজরাজ্য

West Bengal weather heat wave: জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কতা, দক্ষিণবঙ্গের ১১টি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে

আগামী সোমবার পর্যন্ত কলকাতা এবং দক্ষিণ বঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় তাপমাত্রা অনেক বেশি থাকবে

Advertisement
Advertisement

ঘেমে নেয়ে স্নান করে যাওয়া নয়, বরং এই সপ্তাহে কলকাতায় রয়েছে একেবারে শুকনো গরম। পুড়ছে চামড়া। এ যেনো একেবারে অচেনা কলকাতার গ্রীষ্ম। গত পাঁচ বছরে এপ্রিলের শুরুতে এতটা তাপমাত্রা দেখা যায়নি। দক্ষিণবঙ্গের ১১টি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রীর বেশি রয়েছে এই মুহূর্তে। আগামী সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণ বঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। জেলায় জেলায় লু বইবে। আবহাওয়া দপ্তরের খবর আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় আরও দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। আর সেই তাপমাত্রা স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে আরও দু-তিন দিন।

Advertisement
Advertisement

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে। আপাতত চার থেকে পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। রেকর্ড গরম পড়েছে পানাগরে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা চলছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় তাপমাত্রা রয়েছে ৪০ ডিগ্রী যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গের রীতিমতো বাড়ছে তাপমাত্রা এবং ইতিমধ্যেই মালদাতে ৪০ ডিগ্রির কাছাকাছি রয়েছে তাপমাত্রা। দুই দিনাজপুরে আপাতত ৩৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রয়েছে।

Advertisement

এই মুহূর্তে উত্তরবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন কলকাতার তাপমাত্রা একই রকম থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সামনের সপ্তাহে গরম কমার তেমন কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। হয়তো গরম আরো বৃদ্ধি পেতে পারে কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তাই ইতিমধ্যেই এই ১১ টি জেলার জন্য গরমের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button